For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) দুর্গাপুজো স্পেশ্যাল : সেলুলয়েডে দুর্গাপুজোর কিছু মুহূর্ত

Google Oneindia Bengali News

দুর্গাপুজোর সঙ্গে যে চলচ্চিত্র দুনিয়ার এখটা নিবিড় সম্পর্ক রয়েছে তা অস্বীকার করার জায়গা নেই। যে ছবির জন্য সত্যজিৎ রায় অস্কার পেয়েছিলেন সেই ছবির পরতে পরতে ও ছিল কাস ফুল-শরতের গন্ধ। ঋতুপর্ণ ঘোষর উৎসব, অপর্ণা সেনের পরমা ছবিতে দুর্গাপুজোর বিভিন্ন আবেগ সুন্দরভাবে তুলো ধরা হয়েছিল। বাংলা সিনেমা তো বটেই হিন্দি বহু ছবিতেও দেখা গিয়েছে দুর্গাপুজোর বিভিন্ন দৃশ্য।

শুধু বাংলা নয়, হিন্দি ছবির পর্দাতেও বহুবার উঠে এসেছেন মা দুর্গা। তাই এখানে সেরা ৭টি এমন ছবির তালিকা দেওয়া হল যেখানে কোনও না কোনওভাবে দেখা গিয়েছে দেবী দূর্গাকে। দেখুন আপনি একমত কি না।

পরিণীতা

পরিণীতা

দুর্গাপুজোর গুরুত্বপূর্ণ অঙ্গ হল ধুনুচি নাচ। আর সেই ধুনুচি নাচেরই দৃশ্যে সঞ্জয় দত্ত।

অন্তরমহল

অন্তরমহল

এই ছবির পটভূমিই দূর্গাপুজো নিয়ে। দুর্গাপ্রতিমা গড়া থেকে শুরু করে দুর্গাপুজো পর্যন্ত বিভিন্ন মুহূর্ত এই ছবিতে তুলে ধরা হয়েছে।

দেবদাস

দেবদাস

সঞ্জয় লীল বনশালির এই ছবিতে দুর্গাপুজোকে খুব সুন্দর ভাবে মেশানো হয়েছে। ঐশ্বর্যার লিপে আজা রে মেরে পিয়া গানে এবং ডোলা রে ডোলা গানের সিকোয়েন্স দুর্গাপুজোকে কেন্দ্র করেই।

গুণ্ডে

গুণ্ডে

সাম্প্রতিক কালের এই ছবি কলকাতার পটভূমিতেই তৈরি হয়েছে। এই ছবিতেও দূর্গা মায়ের আবির্ভাব হয়েছে।

কাহানি

কাহানি

কাহানি ছবি যাঁরা দেখেছেন তাঁরা জানেন এই ছবির ক্লাইম্যাক্সই দূর্গা পুজোকে কেন্দ্র করে। এক নয়,একাধিক দৃশ্যে দেখা গিয়েছে দুর্গাকে।

পরমা

পরমা

এছবির প্রথম দৃশ্যে থেকেই দুর্গা পুজোর নানা দৃশ্যে দেখা গিয়েছে।

উৎসব

উৎসব

সেলুলয়েডে দুর্গাপুজো বলতে প্রথম যে ছবিটির নাম মাথায় আসে তা হল উৎসব। পুজোর চারটি দিন নিয়ে এই ছবির চড়াই-উতরাই।

English summary
Durga Pujo Special: Moments of Durga Puja captured on celluloid
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X