For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুনম পান্ডের অ্যাকাউন্টটি 'ডি-অ্যাক্টিভেট' করল ফেসবুক

Google Oneindia Bengali News

পুনম পান্ডের অ্য়াকাউন্ট 'ডি-অ্য়াক্টিভেট' করল ফেসবুক!
মুম্বই, ২৮ অগস্ট : সোস্যাল মিডিয়াকে হাতিয়ার করেই প্রচারের আলোয় থাকাতে অভ্যস্ত বলিউডের মডেল অভিনেত্রী পুনম পান্ডে। পুনম কেন ও কী বিষয়ে নিয়ে মূলত প্রচার পান তা আর আলাদা করে প্রাপ্তবয়স্ক কাউকে বলে দিতে হবে না। কিন্তু এখন সেই সোস্যাল মিডিয়া নামক হাতিয়ারের কিয়দাংশই কেড়ে নেওয়া হল পুনমের কাছ থেকে। পুনমের ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হল। আর তাতে যারপর নাই মর্মাহত পুনম পান্ডে।

ফেসবুকে প্রায় ২১ লক্ষ ফলোয়ার পুনমকে ফলো করতেন। কিন্তু একের পর এক পুনমের অর্ধনগ্ন ছবি, ভিডিওতে সহ্যের বাঁধ ভেঙেছে ফেসবুক কর্তৃপক্ষের। আর তাই অবশেষে পুনমের ফেসবুক অ্যাকাউন্টটিই ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে সংস্থা কর্তৃপক্ষ।

সাধারণত, ফেসবুক তখনই কোনও ব্যক্তির অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট করে যদি, সেই ব্যক্তি, ভুয়া নাম দিয়ে অ্যাকাউন্ট খোলেন, প্রাপ্তবয়স হওয়ার আগে অ্যাকাউন্ট খোলেন, অত্যধিক গ্রুপে যোগ দেন, অত্যধিক গ্রুপে পোস্ট করেন, মাত্রাতিরিক্ত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান,অ্য়াপ্লিকেশনের বিজ্ঞাপন করেন, আপত্তিজনক কিছু পোস্ট করেন। এখন পুনম পান্ডের অ্যাকাউন্ট কেন ডি-অ্যাক্টিভেট করা হল তা বলার অপেক্ষা রাখে না।

সোস্যাল মিডিয়াকে ব্যবহার করে পুনম নিজের উত্তেজক, যৌন সুড়সুড়ি জাগানো ছবি ও ভিডিও পোস্ট করে নিজের ফলোয়ার বাড়াতে চান। সোস্যাল মিডিয়ার দৌলতেই জনপ্রিয়তা পেয়েছেন এই 'স্ট্রিপটিজ কুইন'। এই ঘটনা থেকে শিক্ষা নিন পুনম, এবং নিজেকে মার্জিত করুন। নইলে যদি টুইটারও ফেসবুকের পথেই হাঁটে তাহলে ভার্চুয়াল দুনিয়া থেকেই বিদায় হবে পুনমের। হাতে অন্য কোনও গঠনমূলক কাজও নেই। ফলে এই সস্তা প্রচার আর তখন পাবেন না পুনম। বিষয়টি একটু ভেবে দেখুন পুনম!

English summary
Facebook deactivates Poonam Pandey's account!
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X