For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্গাপুজো স্পেশ্যাল ফ্যাশন : অষ্টমীর সাজ হোক ট্র্যাডিশনাল

Google Oneindia Bengali News

অবশেষে অষ্টমী। মেয়েরা পুজোতে অন্তত এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকে। এই দিনই আসল সাজবার দিন। অন্যদিন যাই হোক অষ্টমী কিন্তু আদ্যোপান্ত হওয়া চাই একেবারে ট্র্যাডিশনাল। সকালের পুষ্পাঞ্জলি ঢাকাই শাড়ি, চওড়া পাড়ের তাতে জমবে বেশ। সিল্কের গরদে হলে তো কথাই নেই। তবে সন্ধ্যার সাজে একটু তো এক্সপেরিমেন্ট করাই যেতে পারে।

নীচে ছবিতে দেখে নিন কীভাবে সাজবেন অষ্টমীতে।

মেরুন আনারকলি

মেরুন আনারকলি

নীল ও মেরুন রংয়ের এই আনারকলি সালোয়ারটি অষ্টমীর সন্ধ্যায় মানাবে বেশ।

সাদা কালো

সাদা কালো

সাদা জমিনের সোনালি পাড়ের এই ধরণের শাড়ির সঙ্গে পড়তে পারেন ভারী কাজের মানানসই ব্লাউজ।

সিয়ার শাড়ি

সিয়ার শাড়ি

সিয়ার শাড়ি এখন ফ্যাশনে ইন। সিয়ার শাড়ি সবসময়ে ম্যাচিং ব্লাইজ দিয়ে না পড়ে এই ধরণের কনট্রাস্ট ব্লাউজের সঙ্গেও পড়তে পারেন।

চওড়া পাড়ের শাড়ি

চওড়া পাড়ের শাড়ি

আগের দিনে হোক বা সাম্প্রতিক কালে চওড়া পাড়ের শাড়ি সবসময়ই সুপার হিট। তবে চওড়া পাড়ের শাড়ির সঙ্গে কখনও ছোট হাতার ব্লাউজ পড়বেন না। সবসময় বালতি হাতা বা থ্রি কোয়ার্টার হাতা ট্রাই করতে পারেন।

হাফ অ্যান্ড হাফ

হাফ অ্যান্ড হাফ

এই ধরনের সাদা-কালো গোলাপী পাড়ের হাফ অ্যান্ড হাফ শাড়ি পড়তে পারেন। কালো রং থাকায় সন্ধ্যার আলোয় মোহমোয়ী লাগবে আপনাকে।

নি লেনথ আনারকলি

নি লেনথ আনারকলি

এই ধরণের কালো ভরা কাজের নি লেন্থ আনারকলি ড্রেস সঙ্গে ভারী গয়না পড়তে পারেন। তবে সোনালি গয়না বা খুব চকমকে গয়না পড়বেন না।

অফ হোয়াইট

অফ হোয়াইট

এইধরণে প্যাচ ওয়ার্ক করা শাড়ি পড়তে পারেন। যত ভারী কাজই হোক না কেন আজ অষ্টমী তাই পরোয়া নেই।

গাঢ় নীল

গাঢ় নীল

যে কোনও গাড় রং এদিন চলবে রমরমিয়ে। আগেকার নীল রং ছেলেদের প্রিয় গোছের রীতি ভেঙে মেয়েরা নীলে মজেছেন। তাই নীল রং থাকতেই পারে আপনার তালিকায়।

ষোলোয়ানা বাঙালিয়ানা

ষোলোয়ানা বাঙালিয়ানা

বাকিদের থেকে নিজেকে একটু অন্যরমক দেখাতে শাড়ি পড়তে পারেন মায়েদের মতো করে।

English summary
Durga Pujo Special:What will be the Fashion for Ashtami
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X