For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যারা বাংলাদেশীদের হয়ে কথা বলছেন তাদের তসলিমা নাসরিন নিয়ে ভিন্ন অবস্থান কেন,প্রশ্ন মোদীর

Google Oneindia Bengali News

যারা বাংলাদেশীদের হয়ে কথা বলছেন তাদের তসলিমা নাসরিন নিয়ে ভিন্ন অবস্থান কেন,প্রশ্ন মোদীর
বেঙ্গালুরু, ৯ মে : জনপ্রিয় টেলিভিশন চ্যানেল 'টাইমস নাও'-এর ফ্র্যাঙ্কলি স্পিকিং অনুষ্ঠানে চ্যানেলের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর মুখোমুখি হয়েছিলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। এই মুখোমুখি সাক্ষাৎকারে অনেক বিষয়েই খোলাখুলি আলোচনা করলেন মোদী।

প্রশ্ন: লোকসভা নির্বাচন ২০১৪-র প্রচার কী তিক্ত অভিজ্ঞতার মধ্যে একটি?

মোদী : আমি বেশিরভাগ সময়ই মূল্যবৃদ্ধি,বেকারত্ব,মহিলা নিরাপত্তা নিয়ে কথা বলি। শাসক দলের কেউ এই বিষয়গুলি নিয়ে কথা বলে? গণমাধ্যম কখনও এই বিষয়গুলির উপর নজর দেয়? এরা শুধু মোদীকে নিশানা বানায়। এমনকী নিরপেক্ষ ব্যক্তিরাও নিরপেক্ষভাবে বিচার করেন না এটা অত্যন্ত দুঃখের।
বারাণসীতে যে ঘটনা ঘটল আমি তাতে আশাহত। শীর্য কংগ্রেস নেতারা বলেছিলেন মোদীর নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা নেই। আর এখন?

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/Kp46Zl4hBNA?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>

প্রশ্ন : আপনি নির্বাচন কমিশনের উপর ক্ষুব্ধ কেন?

মোদী: আমি কী এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও কথা বলেছি? নির্বাচন কমিশনকে সম্মান জানানো উচিত। কিন্তু একই সঙ্গে লক্ষ্য রাখতে হবে কেন আমরা সমস্যায় পড়ছি।

প্রশ্ন: প্রিয়াঙ্কা গান্ধী নীচ রাজনীতির কথা বলেছিলেন। আপনি প্রিয়াঙ্কার কথা ঘুরিয়ে বিষয়টি নীচু জাতিতে নিয়ে এলেন...

মোদী: আমি মর্মাহত এটা দেখে যে টাইমস নাও একটি নির্দিষ্ট পরিবারকে রক্ষা করার উপর জোর দিচ্ছে। রাজীব গান্ধী সম্পর্কে আমি যা যা বলেছি তা তথ্যগতবাবে সঠিক। এটা কী কাউকে অপমান করা? কিন্তু হ্যাঁ বাবার নামে কোনও কিছু কেউ যদি বলে তাহলে মেয়ে হিসাবে তাঁর রাগ করার সম্পূর্ণ অধিকার আছে।

প্রশ্ন : এক ভারত শ্রেষ্ঠ ভারত মন্ত্রে জাতি-বর্ণ কী খাপ খায়?

মোদী: আমি জাতি নিয়ে কিছু বলিনি। এটা ঠিক যে শব্দের ব্যবহারটা এক্ষেত্রে খাপ খায় না। কিন্তু ওরা কী সঠিক শব্দ ব্যবহার করেন সবসময়?

প্রশ্ন : অমিত শাহ, গিরিরাজ সিংয়ের সাম্প্রদায়িক মন্তব্য নিয়ে কী বলবেন? আপনার কী মনে হয় না দলের নেতাদের এরকম মন্তব্যের বিরুদ্ধে আপনার আরও দৃঢ় ভূমিকা নেওয়া উচিত ছিল?

মোদী : তার পর থেকে কী আর এমন শব্দ প্রয়োগ হয়েছে? তার মানে আমি নিশ্চই কোনও কড়া পদক্ষেপ নিয়েছি। কিন্তু আমি মনে করিনা ওরা উদ্দেশ্যপূর্ণভাবে এই মন্তব্যগুলি করেছেন।

প্রশ্ন: বাংলাদেশী অনুপ্রবেশকারীদের নিয়ে আপনার মত...

মোদী : সংখ্যালঘু হওয়ার কারণে বাংলাদেশ থেকে যাদের বের করে দেওয়া হয়েছে আমরা কি তাঁদের পাশে দাঁড়াব না? কিন্তু অনুপ্রবেশকারীরা রাজনৈতিক উদ্দেশ্যে আসে। তাদেরকে আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশীদের জন্য যারা কথা বলছেন, আমন্ত্রণ জানাচ্ছেন তাহলে তাঁরা তসলিমা নাসরিন নিয়ে ভিন্ন অবস্থান কেন নিচ্ছেন?

প্রশ্ন : দেশে ভিন্ন জাতি থাকা সত্ত্বেও বিজেপির ইস্তাহেরে হিন্দুত্ব ছাড়া অন্য কোনও ধর্মের নির্যাতিত মানুষদের সম্পর্কে কিছু বলা হয়নি।

মোদী: হিন্দুত্ব কোনও ধর্ম নয়। এটা জীবনধারা। আর আমরা এইভাবেই হিন্দুত্বকে দেখি এবং সে হিসাবেই তা ইস্তেহারে দেওয়া হয়েছে। শীর্ষ আদালতও এই বিষয়ে জোর দিয়েছে। আমরা ধর্মের দিক থেকে একথা বলিনি।

প্রশ্ন : বিজেপির একটি ধর্ম ভিত্তিক ডানপন্থী দল

মোদী : আমরা বিভিন্ন ইস্যুতে কথা বলেছি। এবং নির্বাচনেও আমরা ইস্যুভিত্তিক প্রচারই চালাচ্ছি।

প্রশ্ন : সঙ্ঘ পরিবারের কোনও সদস্য কী ২০০২ সালের দাঙ্গায় জড়িত ছিলেন?

মোদী : বিভিন্ন ক্ষেত্র থেকে ২০০২ এর দাঙ্গার উপর প্রচন্ডভাবে আলোচনা করা হচ্ছে, নজরে আনার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া হয়েছে, মোদীর কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার কোনও প্রয়োজন নেই।

প্রশ্ন : অভিযোগ আছে মায়া কোডনানি কেসুভাই পটেলের ঘনিষ্ঠ ছিলেন।

মোদী : আমি যখন তাঁকে মন্ত্রী করি তখন তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল না। সিট গঠনের পরে তাঁর উপর অভিযোগ ওঠে। আপনাদের মতো লোকেদের বিষয়টি বুঝতে আরও ২৫ বছর লেগে যাবে।

প্রশ্ন : আপনারদল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে? অর্থাৎ ২৭২টি আসন পাবে?

মোদী : অঙ্কের হিসাবে দেশ চালানো যায় না। ৩৫০টি আসন পেলেও আমাদের বিরোধী দলের সঙ্গে অন্যান্য সব রাজনৈতিক দলগুলির সহযোগিতা চাই।

প্রশ্ন : নির্বাচনের পর কী আপনি যথেষ্ট সমর্থন পাবেন?

মোদী : নির্বাচন এবং রাজনীতি ২টি সম্পূর্ণ ভিন্ন জিনিস। এই দুইকে গোলাবেন না।

প্রশ্ন : নির্বাচনের পর কী প্রয়োজনে মায়াবতী, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীদের কাছে আপনি যাবেন?

মোদী : যদি মানুষ বিজেপিকে নির্বাচিত করে, তাহলে তাঁরা আমাদের কাঁধে দায়িত্ব দেবেন, ঔদ্ধত্য দেখানোর লাইসেন্স নয়। আমাদেরকে সব দলের প্রত্যেক প্রতিনিধিদের সঙ্গে একজোট হয়ে কাজ করতে হবে।

প্রশ্ন : কেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীর বিরোধীতা করছেন?

মোদী : গত ৩৫ বছরে বামেরা বাংলাকে ধ্বংস করে দিয়েছে। যদি কলকাতা অর্থনৈতিকভাবে স্থীতিশীল হতো, তাহলে গোটা পূর্ব ভারতের চিত্রটা অনেক ভাল হতে পারত। যখন মমতা ক্ষমতায় এসেছিলেন তখন আশা ছিল তিনি কিছু ভাল করে দেখাবেন। বারবার একই প্রশ্ন করছেন আপনি। জোটে গিয়ে আমার ব্যক্তিগত কোনও লাভও নেই কোনও ক্ষতিও নেই। এটা দায়িত্বের প্রশ্ন।

প্রশ্ন : আড়িপাতা কান্ডে আপনার বক্তব্য

মোদী : সুপ্রিম কোর্ট বিষয়টির উপর নজর রেখেছে। আমারা শীর্ষ আদালতের উপর পূর্ণ আস্থা আছে।

প্রশ্ন : দূরদর্শনের আপনার সাক্ষাৎকার বিতর্ক নিয়ে মন্তব্য

মোদী : আমি এবিষয়ে জানতাম না। কন্যা মন্তব্যের বিতর্কের পর আমাকে এবিষয়ে সতর্ক করা হয়। এটা শুধু কাঁটাছাটা নয়, এটা একটা ষড়যন্ত্র।

প্রশ্ন: রবার্ট ভদরার ক্ষেত্রে..

মোদী : আমার গত ১৪ বছরের ট্র্যাক রেকর্ড দেখুন আমি কখনও গৃহয়ুদ্ধের অভিযোগ তুলিনি। যদি বাস্তব চিত্রটা তুলে ধরি তাহলে সেটাকে গৃহযুদ্ধ বলে ব্যাখ্যা করা হয়।

প্রশ্ন: আদানি প্রসঙ্গ

মোদী : আমেদাবাদের জমি আর মরূভূমির দান কী সমান? এবিষয়ে গুজরাত সরকারের বাস্তব পরিসংখ্যান দেখাতে পারবেন? গুজরাতের জমি নীতি নিয়ে কেন্দ্রীয় সরকারের নিজস্ব রেকর্ড রয়েছে। আদানি কার থেকে জমি নিয়েছে আমাদের কী তা জানা উচিত না?

প্রশ্ন : পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, ২৬/১১ এর বিচার পর্বে একচুলও এগোয়নি ভারত...

মোদী : দ্বন্দ্ব কাটিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। আমি আশাবাদী আমাদের প্রতিবেশি রাজ্য বিভিন্ন ইস্যুতে ইতিবাচক মনোভাব দেখাবেন।

প্রশ্ন: দাউদ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য এবং পাক মন্ত্রীর পাল্টা আক্রমণ

মোদী : এই ইস্যুতে আলোচনা করার জায়গা এটা নয়। এই বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের বিষয়ে আমার মত জানিয়েছি। আমি বলেছিলাম, এই বিষয়টি সাংবাদিক সম্মেলনে বলার মতো কথা নয়। এই ঘটনাটিকে গণমাধ্যন কীভাবে দেখিয়েছে তা বিচার্য বিষয় নয়।

English summary
Bangladeshi infiltrators are being invited, Why there is a different yardstick on Taslima Nasreen? asks Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X