For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হেমা মালিনী-স্মৃতি ইরানি-জাভেদ জাফরির ছায়াছবি প্রদর্শন নিষিদ্ধ দূরদর্শনে

Google Oneindia Bengali News

হেমা মালিনী-স্মৃতি ইরানি-জাভেদ জাফরির ছায়াছবি প্রদর্শন নিষিদ্ধ দূরদর্শনে
লখনউ, ১৭ এপ্রিল : হেমা মালিনি, জয়া প্রদা, নাগমা, স্মৃতি ইরানি, জাভেদ জাফরির সিনেমা সরকারি টিভি চ্যানেল দুরদর্শনে প্রদর্শন বন্ধ করা হল। এই অভিনেতা-অভিনেত্রীরা প্রত্যেকেরই একটা জায়গায় মিল রয়েছে। প্রত্যেকেই এবারের লোকসভা নির্বাচনে কোনও না কোনও রাজনৈতিক দলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অনুষ্ঠান এবং ছায়াছবি নির্বাচনের সাধারণ আচরণ বিধির আওতায় আসার ফলে প্রার্থীদের অভিনীত ছায়াছবি প্রদর্শন বন্ধ করা হয়েছে বলে সরকারি আধিকারিকসূত্রে জানানো হয়েছে। সূত্রের খবর অনুয়ায়ী, এই প্রার্থীদের ছায়াছবি প্রদর্শন ভোটারদের মতকে প্রভাবিত করতে পারে বলেই নির্বাচনী বিধি মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও কংগ্রেসের রাজ বব্বর,নাগমা এবং রাষ্ট্রীয় জনতা দলের জয়া প্রদা এই তালিকায় থাকলেও এদের সংশ্লিষ্ট লোতসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। কিন্তু বিজেপির হেমা মালিনী, স্মৃতি ইরানির এবং আম আদমি পার্টির জাভেদ জাফরির কেন্দ্রে ভোট এখনও বাকি রয়েছে।

'ইচ্ছাকৃতভাবে কং সরকারি চ্যানেলে বিরোধী দলের প্রার্থীদের সিনেমা নিষিদ্ধ করেছে'

নির্বাচন কমিশন সূত্রের খবর, যে সব তারকা প্রার্থীরা এবারের লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছেন তাঁদের মধ্যে অনেকেই নিজের ছায়াছবিকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে ভোটারদেপ প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অসংখ্য অভিযোগ পাওয়া যাচ্ছে। সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর।

যদিও কংগ্রেস বিরোধী শিবিরের দাবী, কংগ্রেস নিজের জোর খাটিয়ে অনৈতিকভাবে অভিনেতা অভিনেত্রীদের চলচ্চিত্র প্রদর্শন বন্ধ করেছে সরকারি চ্যানেলে। যদি নির্বাচনী আচরণ বিধিই হয় তাহলে যে কোনও চ্যানেলে ও বড় পর্দাতেই সিনেমা প্রদর্শন বন্ধ করা হবে। শুধু সরকারি চ্যানেলে কেন প্রশ্ন বিরোধীদের।

উল্লেখ্য, আমেঠীতে কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপির স্মৃতি ইরানি। লখনউয়ে দাঁড়িয়েছেন আম আদমি পার্টির নতুন মুখ জাভেদ যাত্রী। ড্রিম গার্ল হেমামালিনী দাঁড়িয়েছেন মথুরা থেকে।

English summary
Hema Malini, Smriti Irani, Jaaved Jaaferi's films banned on Doordarshan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X