For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল গান্ধী বিরোধী আসনে থাকলেও সমর্থন পেতে উদগ্রীব নরেন্দ্র মোদী

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মোদী
এবিপি নিউজ কর্তৃক আয়োজিত 'ঘোষণাপত্র' অনুষ্ঠানে মঙ্গলবার রাতে নানা বিষয়ে নিজের মতামত জানালেন বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। এখানে তাঁর কথোপকথনের অংশ বিশেষ তুলে দেওয়া হল:

কেন মানুষ আপনাকে ভোট দেবে?

নমো: ২০১৪ সালের লোকসভা ভোট হল আশা-ভরসার ভোট। আগে কোনও সরকার এতটা ব্যর্থ হয়নি। মানুষের আশাভঙ্গ হয়েছে এবং তাঁরা উদগ্রীব হয়ে পরিবর্তন চাইছেন। সুশাসন ও উন্নয়নের ইস্যুতে বিজেপি মানুষের মনে আশা জাগাতে সক্ষম হয়েছে। এখন পর্যন্ত যে ২৩২টি আসনে ভোট হয়েছে, তাতে কংগ্রেস হেরে গিয়েছে!

বিজেপি কি সংখ্যাগরিষ্ঠতা পাবে?

নমো: নির্বাচন কোনও পাটিগণিত নয়, বরং একটা রসায়ন। বিজেপি পরিষ্কারভাবেই সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং এনডিএ-র অন্যান্য শরিক দলকে সঙ্গে নিয়ে নিজেদের অবস্থান মজবুত করবে।

আজকের মতো কি শুরু থেকেই বিজেপি এতটা আত্মবিশ্বাসী ছিল?

নমো: প্রথম থেকেই যদি আমরা আজকের মতো কথাবার্তা বলতাম, তা হলে লোকে আমাদের দাম্ভিক ভাবত। এটা আমাদের একটা কৌশল বলতে পারেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে আপনাদের কৌশলের কি পরিবর্তন হয়েছে?

নমো: আমি জানতাম, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আসবেন না। ওঁর ব্যাপারে আমি যতটা না ক্ষুব্ধ, তার চেয়ে বেশি হতাশ। বামেরা পশ্চিমবঙ্গের যা অবস্থা করে গিয়েছিল, সেটা থেকে উনি রাজ্যকে মুক্তি দিয়েছেন, এটা অবশ্য সত্যি।

রবার্ট ভদরাকে আপনি 'জিজাজি' (জামাইবাবু) বলে সম্বোধন করছেন কেন?

নমো: আরে, মানুষজনকে তো আমাদের কিছুটা একটা নামে ডাকতে হবে।

আপনার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়ে কী বলবেন?

নমো: আমি যতদিন না হেরে যাচ্ছি, ততদিন এই অভিযোগের পালা চলবে। এক দশক ধরে আমার বিরুদ্ধে প্রচার চালিয়েও ওরা কিছু করতে পারল না। আমার হলফনামা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও কী বলছেন সেটা ভাবছি না। মানুষকে স্থির করতে দিন।

আপনি কি মনে করছেন যে, আপনার কারণে দলে অনেকে উদ্বিগ্ন বোধ করছেন?

নমো: আমি কখনও কিছু দাবি করিনি বা কারও থেকে কিছু ছিনিয়ে নিইনি।

আপনি প্রধানমন্ত্রী হলে আরএসএস কি প্রশাসনে হস্তক্ষেপ করবে? তেমন সম্ভাবনা আছে?

নমো: দেশ ও তার উন্নয়নই হল প্রশাসনের একমাত্র ইস্যু।

মুসলিমরা কি আপনাকে ভয় পায়? আপনি প্রধানমন্ত্রী হলে আপনার সমালোচকরা কি দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে?

নমো: ২০০২ সাল থেকে আমার দেওয়া ভাষণগুলো যদি আপনি শুনে থাকেন, তা হলে দেখবেন আমার সরকারের একমাত্র মন্ত্র হল, "অভয়ম, অভয়ম, অভয়ম।"

আপনি কি আপনার রাজধর্ম পালন করেছেন?

নমো: আমি যা বলার বলে দিয়েছি। ফের সেটা শুনে নিন।

আপনি কি মুসলিমদের সঙ্গে নতুন করে সংযোগ তৈরির চেষ্টা করছেন?

নমো: আমার ওপর এখন একটা জাতীয় দায়িত্ব রয়েছে। দেশের প্রতিটা মানুষের সঙ্গে আমি সংযোগ তৈরি করছি। আপনার মনের মতো কথা আমি বলতে রাজি নই।

কালো টাকা ফিরিয়ে আনার ব্যাপারে কী বলবেন?

নমো: বিদেশে যত কালো টাকা আছে, সেটা নিয়ে আমরা একটা বিস্তারিত অনুসন্ধান চালাব। এ ব্যাপারে আমাদের আন্তর্জাতিক আইনের সহায়তা নিতে হবে।

মূল্যবৃদ্ধির মোকাবিলা করবেন কীভাবে?

নমো: খাদ্যশস্য উৎপাদন নিয়ে আমাদের সময়োপযোগী তথ্য সংগ্রহ করতে হবে। ফুড কর্পোরেশনের তিনটি স্পষ্ট দায়িত্ব থাকা উচিত। খাদ্যশস্য সংগ্রহ, সংরক্ষণ এবং বণ্টন।

সংবাদমাধ্যমের কি আপনাকে ভয় পাওয়া উচিত?

নমো: মিডিয়া যদি অহেতুক ভয় পায়, তা হলে তাদের আর কাজ করে দরকার নেই।

আম্বানি আর আদানিদের নিয়ে কী বলবেন?

নমো: এটা সংবাদমাধ্যমের প্রশ্ন নয়। বিরোধীরা এ ব্যাপারে ফালতু অভিযোগ তুলছে। গুজরাতে আমার সরকার কেমন কাজ করেছে, সেটা বরং জিজ্ঞাসা করুন।

রাহুল গান্ধী বলেছেন, আপনার উন্নয়ন মডেল হল 'টফি মডেল' এবং আপনার সরকার হবে বড়লোকদের সরকার?

নমো: পরিসংখ্যানে একটু চোখ বুলিয়ে নিন। কৃষক, ছোটো উদ্যোগপতি, কৃষির উন্নয়ন, শিক্ষা, তুলো উৎপাদন ইত্যাদির শ্রীবৃদ্ধ ঘটেছে। আমরা 'সয়েল হেলথ কার্ড' চালু করেছি। এগুলো কি বড়লোকদের কথা ভেবে করেছি?

নরেন্দ্র মোদী কে?

নমো: নিজেই নিজের মূল্যায়ন করব, সেই ক্ষমতা ভগবান আমাকে দেননি। এটাও ঠিক, আমি ভণ্ড জীবনযাপন করি না।

অন্যান্য দলের সমর্থনের ব্যাপারে কী ভাবছেন?

নমো: আমার মনে হয় না যে, আপনি যে অর্থে সমর্থনের কথা বলছেন, সেই সমর্থন দরকার হবে। কিন্তু হ্যাঁ, আমরা সবার সমর্থন চাই। প্রতিটি মানুষের সমর্থন চাই। যদি রাহুল গান্ধী আমেঠি থেকে জেতেন, তা হলে বিরোধী নেতা হিসাবে তাঁরও সাহায্য আমাদের দরকার।

সৈয়দ আলি শাহ গিলানির কাছে দূত পাঠানো নিয়ে কী বলবেন?

নমো: প্রথম যখন শুনেছিলাম যে, আমি নাকি ওঁর কাছে দূত পাঠিয়েছিলাম, তখন মাথামুণ্ডু কিছুই বুঝতে পারিনি। এখন আশা করি আপনারাও জেনে গিয়েছেন সত্যিটা।

পাকিস্তানের প্রতি আমরা কি দুর্বল মনোভাব নিচ্ছি?

নমো: আজকের যুগে পড়শিদের চোখে চোখ রেখে কথা বলতে হবে।

ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর আপনি কি আমেরিকা যাবেন?

নমো: এটা খুব জটিল প্রশ্ন।

বেলুড় মঠের সঙ্গে আপনার সম্পর্ক কী?

নমো: আমি ওখানে একটা দীর্ঘ সময় কাটিয়েছি। পুরো আলাদা জগৎ।

গোর্খাল্যান্ড নিয়ে কী বলবেন?

নমো: আপনি যদি আঞ্চলিক ভাবাবেগ দমনের চেষ্টা করেন, তা হলে পাল্টা ধাক্কা আসবে।

মহারাষ্ট্রের দুই সেনা (শিবসেনা ও মহারাষ্ট্র নবনির্মাণ সেনা) নিয়ে কী বলবেন?

নমো: রাজনীতিতে ব্যক্তিগত সম্পর্ক আসাটা উচিত নয়।

নরেন্দ্র মোদীকে ঘিরে বলিউডে মেরুকরণ ঘটেছে। কী বলবেন?

নমো: বলিউড নিয়ে আমি বেশি কিছু জানি না। আমি গুজরাতের মুখ্যমন্ত্রী হওয়ার পর কেউ কেউ দেখা করতে এসেছিল। আমি মনে করি, সবার নিজস্ব মতামত রয়েছে।

কার সিনেমা দেখবেন? শাহরুখ খান নাকি আমির খান?

নমো: ভগবানের কাছে প্রার্থনা করুন, আমি যেন আগে সময় বের করতে পারি। তা হলে দু'জনের সিনেমাই দেখব।

আপনার দিন কখন শুরু হয়?

নমো: আমি ভোর পাঁচটায় উঠে পড়ি। যে সময় থেকে আরএসএসে নাম লিখিয়েছিলাম, তখন থেকে এটাই আমার রুটিন। আমি খুব কম ঘুমোই। ডাক্তাররাও এ ব্যাপারে আপত্তি জানিয়েছে।

English summary
I'll need Rahul Gandhi's support as opposition leader
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X