For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারা বিশ্বে 'মেড ইন ইন্ডিয়া' পণ্য ছড়িয়ে দেওয়া স্বপ্ন, স্বাধীনতা দিবসের বক্তৃতায় বললেন প্রধানমন্ত্রী

Google Oneindia Bengali News

লাইভ : লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম স্বাধীনতা দিবসের বক্তৃতা
নয়াদিল্লি, ১৫ অগস্ট: স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রথমবার বক্তৃতা রাখতে চলেছেন নরেন্দ্র মোদী। আর সেই প্রথম ভাষণের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ এমনকী দেশ-বিদেশের রাজনৈতিক ব্যক্তিত্বরাও। এই প্রথমবার অনুষ্ঠানে ১০ হাজারেরও বেশি আসনব্যবস্থা করা হয়েছে।

সকাল ৮টা ৪০ মিনিট :
বক্তব্য শেষ করলেন নরেন্দ্র মোদী।
সকাল ৮ টা ৩৭ মিনিট :
আপনারা যদি ১৪ ঘন্টা কাজ করেন তাহলে আমি ১৫ ঘন্টা কাজ করব। কারণ আমি প্রধানমন্ত্রী নই, আমি প্রধান সেবক। আসুন একজোট হয়ে আমরা দারিদ্রকে হারাই।
সকাল ৮টা ৩৬ মিনিট :
দারিদ্র দূরীকরণে সার্ক দেশগুলিকে একসঙ্গে আসার আহ্বাণ জানালেন প্রধানমন্ত্রী।
সকাল ৮টা ৩৫ মিনিট :
যুক্তরাষ্ট্রীয় কাঠামোর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। এটা খুব ভাল দিক। এই দিকটা আমাদের শক্তিশালী করতে হবে।
সকাল ৮টা ২০ মিনিট :
খুব শীঘ্রই আমরা একটি প্রতিষ্ঠানের উদ্যোগ নেব যা প্ল্যানিং কমিশনের জায়গায় কাজ করবে।
সকাল ৮টা ১৩ মিনিট :
আদর্শ গ্রামের জন্য সংসদ আদর্শ গ্রাম যোজনা বানাব। ১১ অক্টোবর জয়প্রকাশ নারায়ণ জয়ন্তী। সেই দিন এউ সংসদ আদর্শ গ্রাম যোজনার ব্লুপ্রিন্ট পেশ করব।
সকাল ৮টা ১১ মিনিট :
সামনেই মহাত্মা গান্ধীর ১৫০ শতবার্ষিকি। আমরা কীভাবে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করে? পরিস্কার-পরিচ্ছন্নতাকে সম্মান জানিয়ে। আসুন আমরা হাতে হাত মিলিয়ে সাফাই অভিযান শুরু করি ২ অক্টোবর থেকেই। এটা অত্যন্ত লজ্জার গ্রামের মহিলারদের শৌচ কার্যের জন্য দিন গড়িয়ে অন্ধকার হওয়ার অপেক্ষা করতে হয়।
সকাল ৮ টা ১০ মিনিট :
উৎপাদনের উপর নজর দিতে হবে। দেশবিদেশের মানুষকে বলতে চাই যেখানেই থাকুন, যেখানেই বিক্রি করুন উৎপাদন এখানে করুন। আমাদের ইস্পাত আছে. প্রতিভা আছে।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Delhi : PM Narendra Modi delivering <a href="https://twitter.com/hashtag/IndependenceDay?src=hash">#IndependenceDay</a> address from Red Fort <a href="http://t.co/FIUyLS8lsD">pic.twitter.com/FIUyLS8lsD</a></p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/statuses/500123356947968001">August 15, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

সকাল ৮টা ৫ মিনিট : আমরা দেশের শক্তিই যুব সমাজ, দক্ষ ভারত আমাদের মন্ত্র।
সকাল ৮টা ২ মিনিট :
আমাদের দেশের কৃষকরা কেন আত্মহত্যা করছেন? কারণ তাঁরা ঋণ নেন, অথচ অর্থের অভাবে তা ফেরত দিতে পারেন না। তাই সরকার 'প্রধানমন্ত্রী জন ধন যোজনা' আনতে চাই। গরীবদের ১ লক্ষ টাকার বিমা দেওয়া হবে।
সকাল ৮টা ০১ মিনিট :
আমি সরকারি চাকুরিজীবীদের মনে করিয়ে দিতে চাই, তারা শুধু মাত্র চাকরি করছেন না, বরং দেশকে পরিষেবা প্রদান করছেন।
সকাল ৭ টা ৫৭ মিনিট :
দেশে নারী পুরুষের অুপাত অসম। এটা ভগবান তৈরি করেনি। অনুরোধ করব কণ্যা হত্যা ভ্রুণ হত্যা বন্ধ করুন। ছেলের আশায় মেয়েদের বলি দেবেন না। কমনওয়েলথ গেমসসে ভারত যত পদক জিতেছে তাতে ২৯জন মহিলা খেলোয়াড় রয়েছে। বিষয়টি উপলব্ধি করে অভিনন্দন জানান হাততালি দিয়ে।
সকাল ৭ টা ৫৪ মিনিট :
আইন নিজের কাজ করবে কিন্তু ছেলেকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য মাকে দায়িত্ব নিতে হবে। তরুণদের অনুরোধ, কাঁধে বন্ধুক নয় হাল ধরো।
সকাল ৭টা ৫৩ মিনিট :
হিংসা আমাদের কিছু দেয়নি দিতে পারে না। তাই ভাইচারার পথে চলুন এটাই আমার আবেদন।
সকাল ৭ টা ৫০ মিনিট :
ধর্ষণের মতো ঘটনায় সাধারণ মানুষও মনোবিজ্ঞানী হয়ে উপদেশ দেন। কিন্তু আমার প্রশ্ন মা মেয়েকে প্রশ্ন করেন কোথায় যাচ্ছ? ছেলেদের কেন জিজ্ঞাসা করে না। কী করছ কোথায় যাচ্ছ? আতঙ্কবাদী, ধর্ষক সবাই কোনও না কোনও মায়ের সন্তান। কেন মেয়েদের মতো ছেলেকেও তিনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন না।
সকাল ৭ টা ৪৬ মিনিট :
ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে চাপরাসি পর্যন্ত সবার সামর্থ আছে কোনও না কোনও বিষয়। আমি সেই সামর্থকেই এক সূত্রে গাঁথতে চাই।
সকাল ৭ টা ৪৫ মিনিট :
এতদিন সরকার একটা প্রতিষ্ঠান হিসাবে কাজ করত। কিন্তু আসলে সরকারের উচিত সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করা। আমি সেই দেওয়ালটাই ভাঙার চেষ্টা করছি।
সকাল ৭ টা ৪৩ মিনিট :
আমি দিল্লিতে বহিরাগত, কিন্তু গত কয়েক মাসে আমি দিল্লির ভিতরের চিত্রটা দেখেছি। আর তা দেখে আমি অবাক। সরকারের মধ্যে সরকার চলছে। একই সরকারের মধ্যে বিভিন্ন বিভাগে বিভিন্নরকম কর্মকাণ্ড হয়।
সকাল ৭ টা ৪৩ মিনিট :
আমার বক্তব্য রাজনীতির মাপকাঠিতে বিচার করবেন না।
সকাল ৭টা ৪২ মিনিট : আমাদের একসঙ্গে চলচে হবে, একসঙ্গে ভাবতে হবে।
সকাল ৭টা ৪০ মিনিট :
এটা আমাদের সংবিধানের সৌন্দর্য ও বিশেষত্ব যে একজন গরীব পরিবারের সাধারণ মানুষ আজ লালকেল্লায় জাতীয় পতাকার নীচে দাঁড়িয়ে রয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাব, যে উনি দেশকে আজ এই উচ্চতায় নিয়ে এসেছেন।
সকাল ৭টা ৩৯ মিনিট :
আজকের দিন গরীব-শোষিতদের জন্য কিছু করার সংকল্প নেওয়ার দিন।
সকাল ৭ টা ৩৮ মিনিট :
এই দেশ, কিষাণ, শ্রমিক, ঋষি-মুনী, বৈজ্ঞানিক, শিক্ষকেরা এই দেশেকে ধীরে ধীরে গড়ে তুলেছে।
সকাল ৭ টা ৩৬ মিনিট :
ভারতের ৬৮ তম স্বাধীনতা দিবসে শুভেচ্ছা বার্তা দিয়ে শুরু করলেন নরেন্দ্র মোদী।
সকাল ৭ টা ৩৪ মিনিট : বক্তৃতা শুরু করলেন নরেন্দ্র মোদী।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>PM Narendra Modi addressing nation from Red Fort <a href="https://twitter.com/hashtag/IndependenceDay?src=hash">#IndependenceDay</a> <a href="http://t.co/i2ktSlfxFk">pic.twitter.com/i2ktSlfxFk</a></p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/statuses/500122334963855360">August 15, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

সকাল ৭টা ৩০ মিনিট : জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>PM Narendra Modi taking guard of honour at Red Fort <a href="http://t.co/x5D4ifD38u">pic.twitter.com/x5D4ifD38u</a></p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/statuses/500122234678038529">August 15, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

সকাল ৭ টা ২২ মিনিট: লালকেল্লায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দেওয়া হল গার্ড অফ অনার।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>LIVE: PM <a href="https://twitter.com/hashtag/Modi?src=hash">#Modi</a> receives the guard of honour <a href="http://t.co/T7S5Hssg35">http://t.co/T7S5Hssg35</a> <a href="http://t.co/1dtDbysMhs">pic.twitter.com/1dtDbysMhs</a></p>— Doordarshan News (@DDNewsLive) <a href="https://twitter.com/DDNewsLive/statuses/500099062939402240">August 15, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

সকাল ৭ টা ৭ মিনিট : ধীরে ধীরে উপস্থিত হচ্ছেন অতিথিরা।
সকাল ৭টা ৫ মিনিট :
রাজঘাটে শ্রদ্ধার্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

English summary
Narendra modis's maiden address from Red Fort
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X