For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফেজ টুপি না পরে মোদী ঠিকই করেছেন, বলছেন মুসলিম ধর্মগুরু

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মদানি
নয়াদিল্লি, ২১ এপ্রিল: ফেজ টুপি কেন পরেননি, এই নিয়ে যখন নরেন্দ্র মোদীকে বিঁধছে কংগ্রেস, তখন প্রত্যাশিতভাবে সমর্থন পেলেন তিনি। মুসলিম ধর্মগুরু মৌলানা মেহমুদ মদানির মতে, নরেন্দ্র মোদী যা করেছেন, ঠিক করেছেন। বরং যে রাজনীতিবিদরা ফেজ টুপি পরে বন্ধু সাজে, তারাই মুসলিমদের বোকা বানায়।

গত সপ্তাহে একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন, তিনি কাউকে খুশি করতে ফেজ টুপি পরবেন না। প্রধানমন্ত্রী হলে নিশ্চিতভাবেই এ দেশের মুসলিমদের অধিকার রক্ষিত হবে। তা বলে ফেজ টুপি পরবেন না। কারণ সেই সংস্কৃতি আলাদা। তিনি প্রশ্ন করেছিলেন, "সোনিয়া গান্ধী কি ফেজ টুপি পরেন?"

এর জবাবে যথারীতি রে-রে করে নেমে পড়ে কংগ্রেস। দলের তরফে শশী তরুর বলেন, "ফেজ টুপি না পরে নরেন্দ্র মোদী তাঁর সমর্থকদের একটি ইঙ্গিত দিতে চেয়েছেন। তা হল, তিনি মুসলিমদের চাওয়া-পাওয়া নিয়ে ভাবিত নন। তিনি সুযোগ পেলেই পক্ষপাতদুষ্ট আচরণ করেন।"

এ বিষয়ে এদিন মুখ খোলেন মৌলানা মেহমুদ মদানি। তিনি সাংবাদিকদের বলেন, "আপনি যদি আমাকে কপালে তিলক কাটতে বলেন, আমি রাজি হব না। তার মানে কি এটা বোঝায় যে, আমি খারাপ লোক? তাই নরেন্দ্র মোদী যদি ফেজ টুপি না পরেন, তা হলে তাঁকে খারাপ বলব কেন? যে নেতারা ফেজ টুপি পরছেন, তাঁরা মুসলিমদের বোকা বানাচ্ছেন। আমি করজোরে তাঁদের বলছি, বোকা বানাবেন না। আমি এটাও বলব, নরেন্দ্র মোদীর কখনওই ফেজ টুপি পরা উচিত নয়। অমুসলিম কারও উচিত নয়। এটা নিছক একটা প্রতীকী ব্যাপার।"

বোঝাই যাচ্ছে, কংগ্রেস যতই নরেন্দ্র মোদীকে মুসলিম-বিদ্বেষী বলে প্রচার করুক, তিনি আদৌ তা নন। কারণ এর আগে অভিনেতা সলমন খান, তাঁর বাবা সেলিম খান সমর্থন করেছেন নরেন্দ্র মোদীকে। এখন কট্টরপন্থী মৌলানা মেহমুদ মদানিও সমর্থন করলেন। ফলে ওয়াকিবহাল মহলের ধারণা, সারা দেশে মুসলিম ভোটের একটা অংশ নিশ্চিতভাবেই পাবে বিজেপি। ২০০২ সালের গুজরাত দাঙ্গার জুজু দেখিয়ে আর কাজ হবে না।

English summary
Not wearing skull caps not a bad thing, Muslim clerics backs Narendra Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X