For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেলমন্ত্রীর ছেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের, মিথ্যা অভিযোগ দাবি সদানন্দ গৌড়ার

Google Oneindia Bengali News

রেলমন্ত্রীর ছেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের, মিথ্যা অভিযোগ দাবি সদানন্দ গৌড়ার
বেঙ্গালুরু, ২৮ অগস্ট : কেন্দ্রীয় রেলমন্ত্রী সদানন্দ গৌড়ার ছেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হল। দক্ষিণি ছবির এক মডেল-অভিনেত্রী সদানন্দ গৌড়ার ছেলে কার্তিকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। কার্তিকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা (ধর্ষণের জন্য শাস্তি) এবং ৪২০ ধারা (প্রতারণার)-য় মামলা দায়ের করা হয়েছে।

বিভিন্ন চ্যানেলে সম্প্রচারিত খবর অনুযায়ী, কোদাগু জেলার কুশলনগরে যখন কার্তিকের সঙ্গে রাজশ্রী বাগদান হচ্ছিল তখনই ওই অভিনেত্রী দাবী করেন, কার্তিকের বিয়ে তাঁর সঙ্গে হয়ে গিয়েছে এবং কার্তিক তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। বুধবার সন্ধ্যায় ওই কন্নড ছবির অভিনেত্রী কার্তিকের বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ এবং প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। ওই অভিনেত্রীর নাম মৈত্রেয়া গৌড়া মিডিয়াতে জানিয়েছেন ২০১৪ সালের ৫ জুন তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ৮ মে, ২০১৪ থেকে দুজনের মধ্য়ে সম্পর্খ তৈরি হয়।

যদিও কেন্দ্রীয় মন্ত্রী গৌড়ার কথায়, "আমার ছেলে আমাকে সব বলে। এবং এই ঘটনাটি আমার ভাবমূর্তি কলুষিত করার জন্য বলা হচ্ছে।" একই সুর নম্র ও ভদ্র স্বভাবের কার্তিকের গলাতেও। তাঁর কথায়, আমি শুধু অফিসে যাই, সেখান থেকে বাড়ি ফিরি। ওরা আমার বাবার ভাবমূর্তি নষ্ট করার জন্যই আমাকে ব্যবহার করছে।

একইসঙ্গে গৌড়া জানিয়েছেন, "আইন আইনের পথেই চলবে। আমি তাতে মাথা গলাব না। এটা ব্যক্তিগত বিষয়। এটি একটি মিথ্যা অভিযোগ। মন্ত্রী হিসাবে আমি এখানেই আছি।"

এপ্রসঙ্গে উল্লেখ্য বুধবার সারাদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও তাঁর ছেলে পঙ্কজকে নিয়ে হুলুস্থূলু কাণ্ড। সোস্যাল মিডিয়া এবং খবরের চ্যানেলগুলি এখনও সেই খবররে ফলো আপ থেকে বেরিয়ে আসতে পারেনি। তারই মধ্যে আবার কেন্দ্রীয় রেল মন্ত্রীর পারিবারিক এই সঙ্কটে অনেকেই রহস্যের গন্ধ পাচ্ছেন। এই দুই ঘটনার সময়কাল অত্যন্ত অর্থবহ বলেই মনে করছে রাজনৈতির মহলের একাংশ।

English summary
Rape case against Gowda's son, Rail Minister says son falsely implicated in rape case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X