For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইন্টারপোলের প্রথম ভারতীয় অ্যাম্বাসাডার হলেন শাহরুখ খান

Google Oneindia Bengali News

ইন্টারপোলের প্রথম ভারতীয় অ্যাম্বাসাডার হলেন শাহরুখ খান
মুম্বই, ২৮ অগস্ট : বলিউডের বাদশা ওরফে কিং ওরফে ডন শাহরুখ খান এবার হাত মেলালেন ইন্টারপোলের সঙ্গে। অপরাধ দমনে সচেতনতা প্রসারে এবার ইন্টারপোলের সঙ্গে যৌথভাবে প্রচার চালাবেন শাহরুখ।

ইন্টারপোলের 'টার্ন ব্যাক ক্রাইম' শিবিরের অ্যাম্বাসাডার হলেন শাহরুখ খান। শাহরুখই প্রথম ভারতীয় যিনি ইন্টারপোলের মতো বড় আন্তর্জাতিক সংস্থার প্রচারের অ্যাম্বাসাডার হলেন। উল্লেখ্য ইন্টারপোল হল বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক পুলিশ সংগঠন। ইন্টারপোলের সদস্যসংখ্যা ১৯০। 'ইন্টারন্যাশনাল পুলিশ' এই কথাটি সংকোচন করেই ইন্টারপোল শব্দটি এসেছে।

ইন্টারপোলের প্রকাশিত একটি প্রেস বিবৃতিতে শাহরুখ খান জানিয়েছেন, ইন্টারপোলের 'টার্ন ব্যাক ক্রাইম' প্রচার শিবিরের অংশ হতে পারাটা, তাও আবার অ্যাম্বাসাডর হিসাবে সত্যিই সম্মানের। আমার বিশ্বাস আমরা পারি, আমাদের পারা উচিত, এবং আমাদের একজোট হয়ে সেই সমস্ত কিছু মানুষের বিরুদ্ধে দাঁড়াতে হবে যাঁরা যে কোনও মানুষের বিরুদ্ধে অপরাধমূলক পদক্ষেপ নেন।

এই 'টার্ন ব্যাক ক্রাইম' প্রচার ইতিমধ্যেই বিশ্বের বিশিষ্ট ব্যক্তিত্বদের সমর্থন পেয়েছে। যাদের মধ্যে রয়েছেন লিওনেন মেসি থেকে কিমি রাইক্কোনেন। জ্যাকি চ্য়ানের সঙ্গে শাহরুখ এই শিবিরে অ্যাম্বাসাডার হিসাবে এবার যোগ দিলেন।

ইন্টারপোলের 'টার্ন ব্যাক ক্রাইম' প্রচারের লক্ষ্য হল মাদক পাচার, চোরা কারবার, সাইবার ক্রাইম, অপহরণ,শিশুদের নিয়ে অপরাধমূলক কাজ, ক্রীড়াক্ষেত্রে দুর্নীতি বিভিন্ন অপরাধমূলক বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করা। এই নিয়ে একটি বার্তা মানুষের কাছে পৌছে দিতে নিজের কন্ঠ দেবেন শাহরুখ।

English summary
Shahrukh Khan: First Indian Ambassador For Interpol
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X