For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যাদবপুর-কাণ্ডের ঢেউ মুম্বই, দিল্লি, ব্যাঙ্গালোরে, পথে নামলেন পড়ুয়ারা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

যাদবপুর
কলকাতা ও নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলন শুরু হয়েছিল, তা ক্রমশ ছড়িয়ে পড়ছে গোটা দেশে। শনিবার যখন নন্দন থেকে রাজভবন পর্যন্ত মিছিল করলেন কলকাতা ও শহরতলির বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা, তখন একই সঙ্গে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে শুরু হল মিছিল। পাশাপাশি, ২১ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার ব্যাঙ্গালোরেও একটি প্রতিবাদ মিছিল হচ্ছে।

আরও পড়ুন: তিলকে তাল করা হচ্ছে, যাদবপুরের নাম না করেই বললেন মমতা
আরও পড়ুন: পুলিশ মারেনি, সাফাই কমিশনারের! উনি 'তৃণমূলের ক্যাডার, চাটুকার', পাল্টা বিরোধীদের

কলকাতার মহামিছিলে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাড়াও শামিল হন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতা মেডিক্যাল কলেজ, আশুতোষ কলেজ, গুরুদাস কলেজ, সুরেন্দ্রনাথ কলেজের পড়ুয়ারা। সমাজের সর্বস্তরের মানুষ এতে যোগ দেন। আর দিল্লিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিছু পড়ুয়াও তাঁদের সঙ্গে যোগ দেন। মিছিল করে গিয়ে তাঁরা বঙ্গভবনের সামনে বিক্ষোভ দেখান।

এদিকে, 'সাইবার সিটি' ব্যাঙ্গালোরেও আছড়ে পড়েছে যাদবপুর-কাণ্ডের ঢেউ। শুক্রবার আইআইএসসি (ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স) পড়ুয়ারা এক দফা প্রতিবাদ-বিক্ষোভ করেন। তাঁদেরই উদ্যোগে রবিবার সকালে টাউন হলের সামনে হবে বিক্ষোভ। আকার-আয়তনে এই জমায়েতটি বড় হবে বলেই আশা করছেন উদ্যোক্তারা।

পাশাপাশি, আইআইটি মাদ্রাজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে প্রাক্তনীরা রয়েছেন, তাঁরাও সংশ্লিষ্ট ঘটনার নিন্দা করেছেন। ইতিমধ্যে আইআইটি খড়গপুর, মুম্বইয়ের টাটা ইন্সটিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস, আইআইটি বম্বে, আইআইটি রুরকি, আইআইটি গুয়াহাটি ইত্যাদি জায়গার পড়ুয়ারাও প্রতিবাদ-বিক্ষোভ করেছেন।

ফলে আক্ষরিক অর্থেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলন সর্বভারতীয় রূপ পেয়েছে।

English summary
Students in Delhi and Bangalore organise protest marches in support of JU
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X