For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘুষ নিন সবার থেকে, ভোট দিন 'ঝাড়ু'-তে, 'রসিক' মন্তব্য কেজরিওয়ালের

Google Oneindia Bengali News

ঘুষ নিন সবার থেকে, ভোট দিন 'ঝাড়ু'-তে, 'রসিক' মন্তব্য কেজরিওয়ালের
আমেঠী, ২২ এপ্রিল : রাজনৈতিক দলগুলি থেকে যে যা ঘুষ দিচ্ছে নিয়ে নিন, কিন্তু ভোট দিন আম আদমি পার্টিকেই। এহেন মন্তব্য কোনও পথচলতি আপ সমর্থকের নয়। বরং আম আদমির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের। কেজরিবাবুর এহেন রসিক মন্তব্য যে তাঁকে বিপাকে ফেলতে পারে, নির্বাচন কমিশনের কাঠগোড়ায় তুলতে পারে তা বুঝি এখনও ঠাহর করতে পারেননি আপ সুপ্রিমো।

সোমবার রানীগঞ্জের শুক্লাবাজার এলাকায় দ্বিতীয় দিন প্রচারে বেরিয়ে কেজরিওয়াল বলেন, নির্বাচন এসে গিয়েছে। ওরা (অন্যান্য রাজনৈতিক দলগুলি)আপনাদের নগদ টাকা ঘুষ দেবে। নিয়ে নিন। এটা আপনাদের পরিশ্রমের টাকা যা ওরা টুজি-সিডব্লুজি কেলেঙ্কারি করে লুঠ করেছে। শাড়ি, কম্বল যা দিচ্ছে নিয়ে নিন। কিন্তু ভোট দিন ঝাড়ু চিহ্নে।

এর আগে কেজরিওয়াল অভিযোগ তুলেছিলেন, বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর গান্ধী পরিবারের সঙ্গে গোপন আঁতাত রয়েছে। এবং মোদী কথা ওদের কথা দিয়েছেন ক্ষমতায় এলেও সোনিয়া গান্ধীর জামাই রবার্ট ভদরার বিরুদ্ধে কোনওরকম মামলা করবেন না। কংগ্রেস-বিজেপি অদৃশ্যভাবে হাতে হাত রেখে কাজ করছে বলেও অভিযোগ জানিয়েছিলেন কেজরিওয়াল।

'নির্বাচনের পর রাহুল ফিরবেন না,স্মৃতি ইরানি মেগা ধারাবাহিকরে জগতে ফিরে যাবেন'

এদিন আপের আমেঠী প্রার্থী কুমার বিশ্বাসের জন্য প্রচারে গিয়ে কেজরিওয়াল তাঁর উপর বারবার আক্রমণ হওয়ার প্রসঙ্গ নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর কথায়, এটা কী করে সম্ভব, আমাকে বিজেপির লোকেরা আক্রমণ করছে, আর অন্যদিকে আপ প্রার্থী কুমার বিশ্বাসকে কংগ্রেসের সমর্থকরা আক্রমণ করছে। আপনারা কখনও শুনবেন না যে, কংগ্রেসের লোকেরা মোদীর উপর আক্রমণ করছেন বা বিজেপির লোকেরা গান্ধী পরিবারেরর উপর হামলা করছে।

আমেঠীর আপ প্রার্থী কুমার বিশ্বাসের সমর্থনে কংগ্রেস ও বিজেপি প্রার্থীকে কটাক্ষ করে কেজরিওয়ালের উত্তর, নির্বাচনের পর, রাহুল আবার পরের নির্বাচন আসার আগে আর ফিরবে না। আর বিজেপির স্মৃতি ইরানি নির্বাচন শেষ হলেই আবার নিজের মেগা ধারাবাহিকে বউমার চরিত্রে অভিনয় করতে ফিরে যাবেন।

এদিকে অরবিন্দ কেজরিওয়াল ও কুমার বিশ্বাস উভয়েরই বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। একইসঙ্গে অন্যান্য ১০ জনের বিরুদ্ধে নির্বাচনের সাধারণ আচরণবিধি লঙ্ঘনের জন্য অভিযোগ দায়ের করা হয়েছে। রাস্তার ধারে যানচলাচল ব্যাহত না করে প্রযোজনীয় অনুমতি নিয়ে জনসভা করার কমিশনের সাধারণ আচরণবিধি ইতিমধ্যেই লঙ্ঘন করে কমিশনের কড়া নজরে রয়েছেন কেজরিওয়াল। কেজরিওয়ালের রসিক মন্তব্য আবার কোনও নতুন বিপদে তাঁকে ফেলে কি না তাই দেখার।

English summary
Take bribes from all, vote for us, says Kejriwal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X