For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভায় হেনস্থা করেছে মদ্যপ বিজেপি সাংসদ, তোপ তৃণমূলের

Google Oneindia Bengali News

লোকসভায় হেনস্থা করেছে মদ্যপ বিজেপি সাংসদ, তোপ তৃণমূলের
নয়াদিল্লি, ৮ জুলাই : সংসদে রেল বাজেট নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভের সময় বিজেপির এক সাংসদ তৃণমূলের মহিলাদের হেনস্থা করেন এবং হুমকি দেন বলে অভিযোগ উঠল। অভিযোগ তোলেন তৃণমূল সাংসদরা। শুধু হেনস্থা নয়, তৃণমূলের মহিলা সাংসদদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ জানিয়েছে, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় প্রমুখ। এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কাকলি ঘোষ দস্তিদার ও কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের অভিযোগ বিজেপির এক নতুন সাংসদ সংসদের ভিতরে মদ্যপ অবস্থায় তৃণমূল সাংসদদের আক্রমণ করতে ছুটে আসেন।

এ দিন রেল বাজেট চলাকালীন বাজেটের বিরোধিতায় চেঁচামেচি করতে শুরু করেন তৃণমূল সাংসদরা। তাঁদের অচরণে অত্যন্ত ক্ষুব্ধ হন বিজেপি সাংসদরা। এরপর লোকসভার ওয়ালে নেমে যেখানে তৃণমূল সাংসদরা বিক্ষোভ দেখানোর সময় সেখানে তাদের সঙ্গে হাতাহাতি ও ধ্বস্তাধ্বস্তি হয় বিজেপি সাংসদদের। উত্তাল হয়ে ওঠে সংসদ। বিরোধিতায়, পাল্টা জবাবে মূলতবী হয়ে যায় অধিবেশন।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Delhi: MPs rushing out of the Parliament after the reported scuffle <a href="http://t.co/uBjmrlxxa4">pic.twitter.com/uBjmrlxxa4</a></p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/statuses/486467340834308097">July 8, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এরপরই সংসদের বাইরে বেরিয়ে এসে চেঁচামিচি শুরু করে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষদস্তিদার। তাঁরা অভিযোগ করেন বিজেপির এক নতুন সাংসদ তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদদের উদ্দেশে কটূক্তি ও অশালীন মন্তব্য করেন। এমনকী মহিলাদের কাপড় খুলে মারধর করার হুমকিও দেন। ওই সাংসদ মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ এনেছেন কাকলি ঘোষদস্তিদার।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>BJP MPs threatened us and badly abused our women MPs- Kalyan Banerjee (TMC) <a href="http://t.co/EvrOwxaEDz">pic.twitter.com/EvrOwxaEDz</a></p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/statuses/486456378647519232">July 8, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এই ঘটনার বিরোধীতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গণতন্ত্রের কোনও জায়গাই নেই নয়া সরকারের শাসনে। বাংলার সাংসদরা নিজেদের রাজ্যের অধিকারের জন্য আওয়াওজ তুলতেই পারেন, তার জন্য তাদের মারধর করা হবে হুমকি দেওয়া হবে, মহিলাদের বেশ্যা বলা হবে? গঠনমূলক সমালোচনা গ্রহণ করতে শিখতে হবে নয়া সরকারকে।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>I received some information, what happened is unfortunate: Mamata Banerjee on reports of BJP-TMC scuffle <a href="http://t.co/djgYrF9fgK">pic.twitter.com/djgYrF9fgK</a></p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/statuses/486473013034905600">July 8, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এদিকে যে সাংসদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা তা অস্বীকার করেছে। অভিযুক্ত বিজেপি সাংসদের কথায় তৃণমূলের সাংসদরা 'নরেন্দ্র মোদী চোর' বলে স্লোগান দিচ্ছিল, আমি শুধু বলি সংসদের অধিবেশন চলতে দিন এভাবে অশান্তি ছড়াবেন না। এর বাইরে কোনও কটু কথা তিনি বলেননি বলে জানিয়েছেন। তৃণমূল সাংসদরা যা বলছেন তা মিথ্যা বলেও দাবি ওই সাংসদের।

English summary
TMC MPs accuse drunk BJP member of abusing them, scuffle inside Parliament
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X