For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপ্রিয়া সুলেকে ভোট না দিলে বন্ধ হবে জল, হুমকি মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

অজিত পাওয়ার
পুণে, ১৮ এপ্রিল: সুপ্রিয়া সুলেকে ভোট দিন। নইলে আপনাদের গ্রামে জল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে এভাবে ভোট চাইতে গিয়ে বিপাকে পড়লেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ার। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে নির্বাচন কমিশনের কাছে।

অজিত পাওয়ার হলেন শরদ পাওয়ারের ভাইপো। শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে বারামতী আসন থেকে লোকসভা ভোটে লড়ছেন। তাঁর হয়ে এখন জোরদার প্রচার চালাচ্ছেন অজিত পাওয়ার। অভিযোগ, গত ১৬ এপ্রিল মসলওয়াড়ি গ্রামে ভোটের প্রচারে এসেছিলেন তিনি। এই গ্রামে জলকষ্ট দীর্ঘদিনের।
তাই রাজ্যের উপমুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে গ্রামবাসীরা বিষয়টি নিয়ে কথা বলতে যান। সব শুনে তিনি বলেন, "এখানে সবাই যেন সুপ্রিয়া সুলেকে ভোট দেয়। নইলে আমি জল বন্ধ করে দেব। এই গরমে যে সামান্য জল পাচ্ছেন, সেটাও পাবেন না।" মন্ত্রীমশাইয়ের এই ভাষণের ফুটেজ নানা হাত ঘুরে গিয়ে পৌঁছয় আম আদমি পার্টির প্রার্থী সুরেশ খোপড়ের কাছে। তিনি সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান।

মৌখিকভাবে পুলিশের কাছেও অভিযোগ জানানো হয়েছে। স্থানীয় বড়গাঁও থানার এএসআই বিলাস ভোঁসলে বলেন, "কথাটা শুনেছি। তবে যে ভিডিওটা দেখানো হয়েছে, তার অবস্থা খুব খারাপ। দেখে কিছুই বোঝা যাচ্ছে না। ওপর মহল থেকে নির্দেশ এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

এর আগেও অজিত পাওয়ার বিতর্কে জড়িয়েছেন। গত বছর গ্রীষ্মকালে তিনি রাজ্যের খরা পরিস্থিতি খতিয়ে দেখতে বেরিয়েছিলেন। একটি গ্রামে কৃষকরা বলেন, ড্যাম থেকে জল পাওয়া যাচ্ছে না। ড্যাম শুকিয়ে গিয়েছে। অজিতবাবুর জবাব ছিল, "গরমে জল থাকবে না, এটাই তো স্বাভাবিক। আমি কোথা থেকে জল দেব? প্রস্রাব করব নাকি?"

আর একবার লাগামছাড়া লোডশেডিং নিয়ে সংবাদমাধ্যমে হইচই শুরু হয়েছিল। অজিত পাওয়ার তখন বলেছিলেন, "সব কিছুরই একটা সৃষ্টিশীল দিক আছে। আমি দেখেছি, যত বেশি লোডশেডিং হয়, তত বেশি বাচ্চা জন্মায়। লোডশেডিংয়ের সময় কিছু তো করার থাকে না, তাই লোকে সৃষ্টিশীল কাজ করতে পছন্দ করে।" এই মন্তব্যের জেরে ব্যাপক সমালোচনা হয়। তখন বিধানসভায় দাঁড়িয়ে ক্ষমা চাইতে হয়েছিল তাঁকে।

English summary
Vote for Supriya Sule or I'll cut off water supply, threatens Maharashtra Deputy CM
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X