For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১২ রাজ্যের ১২১টি আসনে নির্বাচন শান্তিপূর্ণ, ওড়িশায় ৭০ শতাংশ রেকর্ড ভোট

Google Oneindia Bengali News

১২ রাজ্যের ১২১টি আসনে ভোটগ্রহণ আজ
নয়াদিল্লি, ১৭ এপ্রিল : ভোট উৎসবের আজ মেগা ভোট। দেশের ১২টি রাজ্যের ১২১টি আসনে আজ ভোটগ্রহণ শুরু হয়েছে। ৯ দফা লোকসভা ভোটের পঞ্চম দফায় সবচেয়ে বেশিসংখ্যক লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে।

আজকের ১২ রাজ্যের নির্বাচনে প্রায় ১৯ কোটি ৫০ লক্ষ ভোটার মতদান দেবেন। সবমিলিয়ে ১,৭৬২জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজকের ভোটে। ২০০৯ সালের রেকর্ড দেখলে এই কেন্দ্রগুলি থেকে বিজেপি পেয়েছিল ৪৪টি আসন এবং কংগ্রেস পেয়েছিল ৩৭টি আসন।

কর্নাটক
এদিন কর্নাটকের ২৮টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলির সামনে লম্বা লাইন। এই কেন্দ্র থেকে একক দফায় প্রায় ৪.৬২ কোটি ভোটার মতদান করবেন। এই কেন্দ্র থেকে যেমন এইচ ডি দেবেগৌড়ার মতো দুদে রাজনীতিবিদ রয়েছেন তেমনই রয়েছেন নন্দন নিলেকানির মতো আনকোড়া অথচ জনপ্রিয় নেতা। বিজেপি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাকে ফিরিয়ে এনেছে।
দুপুর পর্যন্ত কর্নাটকে ভোট পড়েছে ২৬ শতাংশ। কর্নাটকে কেন্দ্রে ভোট পড়েছে ৬৫ শতাংশ।

রাজস্থান
কর্নাটকের পরেই পঞ্চম দফার ভোটের দ্বিতীয় বৃহৎ লোকসভা কেন্দ্র রাজস্থান। এই কেন্দ্রের ২০টি আসনে আজ ভোটগ্রহণ হবে। গতবছর বিধানসভা নির্বাচনের ফল বিজেপির পক্ষে গিয়েছিল। এবার লোকসভা ভোটেও তারই রেশ থাকবে বলে মনে করছে বিজেপি। যদিও কংগ্রেস হাল ছাড়তে নারাজ। তরুণ সচিন পাইলটকে এই রাজ্যের দায়িত্বে রেখেছে কংগ্রেস। বারমের থেকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন যশবন্ত সিং। এই কেন্দ্র থেকে প্রথমবার দাঁড়িয়েছেন অলিম্পিকে রৌপপদকজয়ী তিরন্দাজ রাজ্যবর্ধন সিং রাঠোর।
দুপুর ২ টো পর্যন্ত ভোট পড়েছে ৩৭.৪৬ শতাংশ। দিনের শেষে এই কেন্দ্রে ভোট পড়ল ৬৩.২৫ শতাংশ।

মহারাষ্ট্র
মহারাষ্ট্রেরও ১৯ টি আসনে এদিন ভোটগ্রহণ হচ্ছে। ভোটের উৎসাহ চোখে পড়ার মতো। অনগ্রহসর এলাকা মারাথওয়াডা, কোঙ্কনের উপকূলবর্তী এলাকা,রাজ্য়ের পশ্চিমভাগে ভোটগ্রহণ হবে। এই কেন্দ্র উল্লেখযোগ্য প্রার্থী বলতে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দে, অশোক চবান,গোপীনাথ মুন্ডে প্রমুখ। তরুণ প্রজন্মের মধ্যে রয়েছেন নীলেশ নারায়ণ রানে, সুপ্রিয়া সুলে প্রমুখ।
দুপুর সাড়ে ১২ টা পর্ষন্ত ভোট পড়েছে ২১ শতাংশ। দিনেরে শেষে এই কেন্দ্রে ভোট পড়ল ৫৮ শতাংশ।

উত্তরপ্রদেশ
উত্তরপ্রদেশের ১১টি আসনে আজ ভোটগ্রহণ হচ্ছে। পিলিভিট থেকে দাঁড়িয়েছেন মানেকা গান্ধী।

ওড়িশা
ওড়িশার ১১টি আসনে ভোটগ্রহণ আজ। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক রয়েছে এদিনের প্রার্থী তালিকায়। ওড়িশার রাজধানী ভুবনেশ্বরেও এদিন ভোটগ্রহণ হচ্ছে।
দুপুর ২ টো পর্যন্ত ৪৪ শতাংশ ভোট পড়েছে। রেকর্ড ৭০ শতাংশ ভোট পড়ল।

মধ্যপ্রদেশ
১০টি আসনে ভোটগ্রহণ চলছে। ভোপাল ও গোয়ালিয়রও রয়েছে ভাগ্যপরীক্ষার তালিকায়। বিজেপি এই এলাকায় জোরদার হলেও কংগ্রেস জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে দাঁড় করিয়ে ফায়দা তুলতে চাইছে।
দুপুর ২টো পর্যন্ত ভোট পড়েছে ৪০ শতাংশ। চূড়ান্ত ভোট পড়ল ৫৪ শতাংশ।

বিহার
৭ টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। এই কেন্দ্রর রাজনৈতিক পরিস্থিতি বেশ জটিল। বিজেপির সঙ্গে নীতিশ কুমারের জেডিইউর জোট ছিন্ন হলেও রাম বিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে লোকসভা নির্বাচন্নের আগেই। শত্রুঘ্ন সিনহা,কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আর কে সিং,আরজেডি প্রধান লালুপ্রসাদের কন্যা মিসা ভারতীর ভাগ্য পরীক্ষা হবে এদিনের ভোট থেকেই।
দুপুর ১ টা পর্যন্ত ভোট পড়েছে ৩৩.৪১ শতাংশ। দিনের শেষে ভোট পড়ল ৫৬ শতাংশ।

পশ্চিমবঙ্গ
উত্তরবঙ্গের ৪টি আসনে আজ ভোটগ্রহণ হবে। (বিস্তারিত জানতে এখানে ক্লিক করুণ)

ছত্তিশগড়
মাও অধ্যুষিত ছত্তিশগড়ের ৩টি আসনে ভোটগ্রহণ হবে আজ। মুখ্যমন্ত্রী রমন সিংয়ের ছেলে অভিষেক সিং এই কেন্দর্ থেকে রাজনীতিতে অভিষেক হল। ছত্তিশগড়ে ভোট পড়ল ৬৩.৪৪ শতাংশ।

ঝাড়খণ্ড
ছত্তিশগড়ের পাশাপাশি মাও অধ্যুষিত আরও একটি রাজ্য হল ঝাড়খণ্ড। এই রাজ্যের ৬টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। ভোট হচ্ছে রাঁচি ও জামশেদপুরেও।
দুপুর ২ টো পর্ষন্ত ভোট পড়েছে ৪১ শতাংশ।

জম্মু ও কাশ্মীর
এই কেন্দ্রের উধমপুর আসন থেকে ভোটগ্রহণ হচ্ছে। এই আসন থেকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট পড়ল ৬১ শতাংশ।

মণিপুর
ইনার মণিপুরে আজ ভোটগ্রহণ হচ্ছে। দুটি আসনই বর্তমানে রয়েছে কংগ্রেসের দখলে।
দুপুর ২ টো পর্যন্ত মণিপুরে ভোট পড়েছে ৬২ শতাংশ।

English summary
Lok Sabha Election 2014 : Voting for 121 constituencies in 12 states held peaceful.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X