For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১১৫ জন আরোহী নিয়ে উধাও আলজিরিয়ার বিমান, ধ্বংসের আশঙ্কা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বিমান
আলজিয়ার্স, ২৪ জুলাই: আকাশপথে যেন মরণ ফাঁদ পেতে বসেই রয়েছে। মালয়েশিয়া ও তাইওয়ানের দু'টি বিমান পরপর ভেঙে পড়ার রেশ কাটতে না কাটতেই নিখোঁজ হয়ে গেল আলজিরিয়ার একটি বিমান। বৃহস্পতিবার মাঝ আকাশ থেকে হঠাৎই হারিয়ে যায় বিমানটি। সন্দেহ, মালি অথবা নাইজারে ১১৫ জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়েছে বিমানটি।

সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, এয়ার আলজেরির উড়ান নম্বর ৫০১৭ এ দিন দুপুরে বুরকিনা ফাসোর রাজধানী আউগাডুগু থেকে উড়েছিল। আসছিল আলজিরিয়ার রাজধানী আল জিয়ার্স। মালি সীমান্ত দিয়ে ওড়ার সময় হঠাৎই রেডার থেকে উধাও হয়ে যায় বিমানটি। মালিতে এখন গৃহযুদ্ধ চলছে। ইউক্রেনে মালয়েশিয়ার যে বিমানটিকে গুলি করে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তার মতোই একেও ধ্বংস করা হয়েছে কি না, চলছে জল্পনা।

আলজিরিয়ার পক্ষ থেকে বিমান ধ্বংসের কথা স্বীকার করা না হলেও নিখোঁজের সংবাদ জানানো হয়েছে। মালি ও নাইজার, দু'দেশের সরকারকেই সহায়তা করতে আবেদন জানিয়েছে আলজিরিয়া।পরপর বিমান দুর্ঘটনা ঘটতে থাকায় এখন আতঙ্ক ছড়িয়েছে। এ দিন বিমান নিখোঁজ হয়ে যাওয়ায় উদ্বেগ ব্যক্ত করেছে রাষ্ট্রসংঘ। উদ্বেগ জানিয়েছে আফ্রিকান ইউনিয়নও।

English summary
Algerian plane missing in mid-air, 115 passengers feared dead
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X