For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংলাপ: আওয়ামী লীগ ও ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফা আলোচনা শুরু

পহেলা নভেম্বর আওয়ামী লীগ ও ঐক্যফ্রন্টের মধ্যে তিন ঘণ্টা ব্যাপী প্রথম সংলাপ শেষ হয়েছিল কোন রকম সমঝোতা ছাড়াই।

  • By Bbc Bengali

শেখ হাসিনা এবং ড কামাল হোসেন
BBC
শেখ হাসিনা এবং ড কামাল হোসেন

আওয়ামী লীগ সরকারের সাথে আজ দ্বিতীয় দফায় সংলাপে বসেছে ড. কামাল হোসেনের নেতৃত্বে নবগঠিত জোট জাতীয় ঐক্যফ্রন্ট।

সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১২ জনের দল সংলাপে অংশ নিয়েছে।

ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ১১ জন অংশ নিয়েছেন সংলাপে। ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ড. কামাল হোসেন।

এর আগে পহেলা নভেম্বর ঐক্যফ্রন্টের সঙ্গে প্রথম সংলাপে বসে সরকার।

সেসময় গণভবনে তিন ঘণ্টা দীর্ঘ আলোচনা হয় দুই পক্ষের মধ্যে যা শেষ হয়েছিল কোন রকম সমঝোতা ছাড়াই।

সেই আলোচনার জের ধরে রোববার ড. কামাল হোসেন প্রধানমন্ত্রী বরাবর চিঠি লিখে আবারো আলোচনায় বসার অনুরোধ জানান।

চিঠিতে বলা হয়, পয়লা নভেম্বরের সংলাপের পর সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, এ বিষয়ে আরো আলোচনার সুযোগ রয়েছে।

সেই সূত্র ধরেই পরবর্তী আলোচনার জন্য চিঠি দিয়েছে ঐক্যফ্রন্ট।

বিএনপি, গণফোরাম, জাসদের একাংশ এবং নাগরিক ঐক্য নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবির মধ্যে রয়েছে খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নির্বাচন কমিশন পুনর্গঠনসহ বেশ কয়েকটি দাবি।

আরো পড়ুন:

৭৫-এর নভেম্বর: ইতিহাসের উত্তাল ও রক্তাক্ত দিনগুলো

সংলাপ: অসন্তুষ্ট বিএনপি এখন কী করবে?

খালেদা জিয়ার বিষয়ে এখনো সিদ্ধান্তহীন ঐক্যফ্রন্ট

'সংবিধানসম্মত' সমঝোতাতেই রাজী হবে ঐক্যফ্রন্ট?

English summary
Awami League and the United Front started second round of discussion
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X