For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আত্মঘাতী বোমায় নিহত হামিদ কারজাইয়ের ভাই

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

আফগানিস্তান
কান্দাহার, ২৯ জুলাই: আত্মঘাতী বোমায় নিহত হলেন আফগানিস্তানের রাষ্ট্রপতি হামিদ কারজাইয়ের তুতো ভাই হাশমত কারজাই। মঙ্গলবার ঈদের দিনে ঘটনাটি ঘটেছে। এর ফলে খুশির ঈদেও শোকের ছায়া ঘনিয়েছে কারজাই পরিবারে।

সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, মঙ্গলবার সকালে ঈদের নমাজ পড়ার পর বাড়িতে অভ্যাগতদের সঙ্গে কুশল বিনিময় করছিলেন হাশমত কারজাই। তখন একজন পাগড়িপরা লোক নিরাপত্তারক্ষীদের জানায়, সে হাশমত কারজাইয়ের অন্ধ ভক্ত। ঈদের শুভেচ্ছা জানাতে সুদূর জালালাবাদ থেকে ছুটে এসেছে। অন্যদিন হলে হয়তো নিরাপত্তার কড়াকড়ি থাকত। কিন্তু ঈদ উপলক্ষে সবার কাছে দ্বার ছিল অবারিত। তাই নিরাপত্তারক্ষীরা যাচাই না করেই লোকটিকে ভিতরে ঢুকতে দেয়। সে এগিয়ে গিয়ে হামশমত কারজাইকে শুভেচ্ছা জানায়। তার পর কাছে গিয়ে আলিঙ্গন করার সময় বিস্ফোরণ ঘটায়। প্রচণ্ড শব্দ আর গাঢ় ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিহ্বলতা কাটিয়ে যখন নিরাপত্তারক্ষীরা ছুটে আসে, তখন সব শেষ। পুলিশ জানিয়েছে, এই হানাদারির দায় এখনও নেয়নি কোনও জঙ্গি সংগঠন।

এই মুহূর্তে আফগানিস্তানে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া চলছে। আশরাফ গনি বনাম আবদুল্লা আবদুল্লা দৌড়ে রয়েছেন। হামিদ কারজাইয়ের ভাই কায়ুম কারজাই প্রথমে রাষ্ট্রপতি হওয়ায় দৌড়ে শামিল হলেও পরে অজানা কারণে সরে দাঁড়ান। তার পর আশরাফ গনির সপক্ষে প্রচারের দায়িত্বে ছিলেন হাশমত কারজাই। তিনি নিহত হওয়ায় নিশ্চিতভাবে বেকায়দায় পড়ে গেলেন আশরাফ গনি।

এর আগে ২০১১ সালে হামিদ কারজাইয়ের সৎ ভাই আহমেদ খলিল কারজাইকে গুলি করে খুন করেছিল জঙ্গিরা।

English summary
Cousin of Afghan President Hamid Karzai killed in suicide attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X