For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাদেশও মাতোয়ারা দুর্গোৎসবে, এ বার পুজো হচ্ছে ২৮,৪৫৮টি

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

পুজো
ঢাকা, ২ অক্টোবর: পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও ধুমধাম করে পালিত হচ্ছে দুর্গোৎসব। মহাষষ্ঠীর দিন থেকেই পুজো শুরু হয়েছে। দুর্গা পুজো উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও জাতীয় পার্টির কর্ণধার এরশাদ হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন।

এ বার গোটা বাংলাদেশে ২৮,৪৫৮টি দুর্গা পুজো হচ্ছে। শুধু ঢাকাতেই পুজোর সংখ্যা ২২১টি। ঢাকেশ্বরী মন্দিরের প্রাঙ্গণে মহানগর সর্বজনীন পুজোমণ্ডপটি পরিদর্শন করেন জাতীয় পার্টি সুপ্রিমো এরশাদ। তিনি বলেছেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম ভাইভাই।" ঢাকার আর এক বিখ্যাত পুজো হল গুলশান-বনানী পূজা পরিষদের মাতৃবন্দনা। গতকাল এখানে পুজোর সূচনা করেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী।

ঢাকা মহানগরীর অন্যান্য যে পুজোগুলি ধারে-ভারে দর্শকদের মন কেড়েছে, সেইগুলি হল বাসাবো বালুর মাঠ, ধানমণ্ডি, রমনা কালীমন্দির, রামকৃষ্ণ মিশন, রাজারবাগ কালীমন্দির ইত্যাদি। পাঁজি মেনেই এ সব জায়গায় বৃহস্পতিবার সকালে হয়েছে সন্ধি পুজো ও কুমারী পুজো।

এ বার দুর্গা পুজোর আগে কয়েকটি জায়গায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এর জেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া নির্দেশ দিয়েছেন পুলিশকে।

English summary
Hindus of Bangladesh also celebrate Durga Puja with enthusiasm
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X