For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরিকাঠামো নির্মাণে ভারতকে ৩৩৫৮ কোটি ডলার দেবে জাপান

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ছবি
নয়াদিল্লি ও টোকিও, ১ সেপ্টেম্বর: ভারতে পরিকাঠামো নির্মাণ ও উন্নয়নে আগামী পাঁচ বছরে ৩৩৫৮ কোটি ডলার সহায়তা দেবে জাপান। বুলেট ট্রেন চালু, গঙ্গা পরিশোধন, বিভিন্ন শহরে নিকাশি ব্যবস্থার সংস্কার, খাদ্য প্রক্রিয়াকরণ ইত্যাদি ক্ষেত্রে এই অর্থ ব্যয় করা হবে। সোমবার একটি যৌথ ঘোষণায় টোকিওতে এ কথা জানান নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

এ দিন দীর্ঘ বৈঠকের পর দু'জন সাংবাদিক বৈঠক করেন। নরেন্দ্র মোদী আগাগোড়া হিন্দিতে বক্তব্য রাখেন। শিনজো আবে বলেছেন, জাপানি বুলেট ট্রেন শিনকানসেন এক্সপ্রেসের আদলে ভারতেও ট্রেন চালানোর উদ্যোগের কথা শুনেছেন। এক্ষেত্রে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেবে জাপান।

এদিকে, চীনের সাম্প্রতিক আচরণ নিয়ে তোপ দেগেছেন ভারতের প্রধানমন্ত্রী। বলেছেন, "একটি পড়শি দেশ সম্প্রসারণবাদী মানসিকতা নিয়ে চলতে চাইছে। এটা আঞ্চলিক শান্তির ক্ষেত্রে বিপজ্জনক।" আসলে চীনের উত্থান ভারত ও জাপান, উভয়ের স্বার্থের ক্ষেত্রে বিপজ্জনক। তাই দু'দেশ প্রতিরক্ষা সংক্রান্ত কিছু বিষয়ে মতৈক্যে পৌঁছেছে। জাপান ভারতকে অত্যাধুনিক যুদ্ধবিমান সরবরাহ করবে। নরেন্দ্র মোদীর এই সফরে অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষর না হলেও সামরিক ক্ষেত্রে বোঝাপড়া গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বুধবার জাপান সফর সেরে দেশে ফিরছেন নরেন্দ্র মোদী।

<div id="fb-root"></div> <script>(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, 'script', 'facebook-jssdk'));</script> <div class="fb-post" data-href="https://www.facebook.com/media/set/?set=a.10154601238955165.1073741848.177526890164&type=1" data-width="466"><div class="fb-xfbml-parse-ignore"><a href="https://www.facebook.com/media/set/?set=a.10154601238955165.1073741848.177526890164&type=1">Post</a> by <a href="https://www.facebook.com/narendramodi">Narendra Modi</a>.</div></div>

English summary
Japan will give India USD 3358 crores for infra development
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X