For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রয়াত হলেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, শোকস্তব্ধ বিশ্ব

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মার্কেজ
মেক্সিকো সিটি, ১৮ এপ্রিল: চির বিদায় নিলেন নোবেলজয়ী সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। বৃহস্পতিবার এখানকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ফেলেন তিনি। বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘদিন ধরে নানা কঠিন অসুখে ভুগছিলেন।

মিগুয়েল দে সার্ভান্তেসের পর স্প্যানিশ সাহিত্যে সবচেয়ে প্রভাবশালী লেখক হিসাবে বিবেচনা করা হয় গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজকে। বামপন্থী ভাবনাচিন্তা তাঁর লেখায় ফুটে উঠেছে বারবার। এমন একজন লেখকের প্রয়াণে গোটা লাতিন আমেরিকা শোকস্তব্ধ। তা ছাড়া সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে তাঁর অগণিত ভক্ত। সবাই এখন দুঃখে ভাষাহারা।

১৯২৭ সালের ৬ মার্চ কলম্বিয়ার আরকাতাকায় জন্মগ্রহণ করেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। ১৯৪৮ সালে সাংবাদিক হিসাবে তিনি কর্মজীবন শুরু করেন। ক্রমশ লেখালিখির দিকে ঝোঁকেন। ১৯৬৭ সালে প্রকাশিত হয় তাঁর বিখ্যাত বই 'সিয়েন আনোস দে সোলেদাদ' বা'ওয়ান হান্ড্রেড ইয়ারস অফ সলিচ্যুড'।

বইটি শীঘ্রই পাঠক সমাজে সমাদৃত হয়। সারা পৃথিবীতে এটি তিন কোটি কপি বিক্রি হয়েছিল। এই বইয়ের কারণেই তিনি ১৯৮২ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। লাতিন আমেরিকার আর এক নোবেলজয়ী সাহিত্যিক চিলির পাবলো নেরুদা বলেছিলেন, "আমি মনে করি, মিগুয়েল দে সার্ভান্তেসের 'দন কিহোতে' বইটির পর গ্যাব্রিয়েলে গার্সিয়া মার্কেজের এই বইটি স্প্যানিশ সাহিত্যে সবচেয়ে মহান সৃষ্টি।" মার্কেজের অধিকাংশ লেখাই বাংলা ভাষায় অনূদিত হয়েছে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে তাঁর গুণমুগ্ধ মানুষের সংখ্যা কম নয়।

প্রসঙ্গত, কলম্বিয়ার এই লেখক গত ৩০ বছর ধরে মেক্সিকোতেই বসবাস করছিলেন। সম্প্রতি ফুসফুস ও মূত্রাশয়ের সংক্রমণে তিনি প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন। মৃত্যুকালে পাশে ছিলেন দুই সন্তান রোদরিগো গার্সিয়া বারচা এবং গঞ্জালো গার্সিয়া বারচা। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের প্রয়াণের খবরে গভীর শোক ব্যক্ত করেছেন কলম্বিয়ার রাষ্ট্রপতি হুয়ান ম্যানুয়েল সান্তোস। কলম্বিয়ায় 'জাতীয় শোক' ঘোষিত হয়েছে।

শুধু লেখা নয়, রাজনীতিতেও যথেষ্ট আগ্রহ ছিল তাঁর। ফিদেল কাস্ত্রোর অন্তরঙ্গ বন্ধু ছিলেন তিনি। ভেনেজুয়েলার প্রাক্তন রাষ্ট্রপতি উগো শাভেজও শ্রদ্ধা করতেন মার্কেজকে।

English summary
Nobel laureate Gabriel Garcia Marquez passes away, world mourns
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X