For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাপানের সঙ্গে 'মউ' স্বাক্ষরিত, কিয়োটোতে মন্দির ঘুরে ছবি তুললেন প্রধানমন্ত্রী

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মোদী
নয়াদিল্লি, ৩১ অগস্ট: ঠাসা কর্মসূচি। তবুও কিয়োটোতে দু'টি মন্দির ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গ দিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। বারাণসী শহরের উন্নয়নে তাঁর উপস্থিতিতে স্বাক্ষরিত হল একটি মউ বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। সফরের বাকি দিনগুলিতেও জাপানের সঙ্গে একগুচ্ছ চুক্তি স্বাক্ষর করবেন নরেন্দ্র মোদী।

শনিবার সকালে ওসাকার কানসাই বিমানবন্দরে গিয়ে নামেন নরেন্দ্র মোদী। সেখান থেকে সোজা চলে যান কিয়োটোতে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে নিজে সেখানে চলে আসেন রাজধানী টোকিও থেকে, শুধু নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানাতে। সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাতের পর স্বাক্ষরিত হয় বারাণসী-কিয়োটো পার্টনার সিটি সমঝোতাপত্র। নরেন্দ্র মোদীর উপস্থিতিতে জাপানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীপা গোপালন ও কিয়োটোর মেয়র দিয়াসাকু কাডোকাওয়া ওই মউ স্বাক্ষর করেন। এর ফলে বারাণসীর পরিকাঠামো উন্নয়নে আর্থিক সহায়তা দেবে জাপান। দু'দেশের সংস্কৃতি, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে পারস্পরিক আদানপ্রদান ঘটবে।

রবিবার দুপুরে কিয়োটোর দুই বিখ্যাত মন্দির ঘুরে দেখেন নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন শিনজো আবে। এই মন্দির দু'টি হল তোজি মন্দির ও কিনকাকুজি মন্দির। দু'জায়গাতেই দীর্ঘ সময় কাটান তিনি। ছবি তোলেন।

এর পর টোকিও যাওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। রেনকোজি মন্দিরও ঘুরে দেখবেন তিনি। ভারতীয় বায়ুসেনায় জাপানে তৈরি যুদ্ধবিমানের অন্তর্ভুক্তি ও দেশে বুলেট ট্রেন চালানোর ব্যাপারে টোকিওর প্রযুক্তিগত সাহায্য চাইবেন তিনি।

<div id="fb-root"></div> <script>(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, 'script', 'facebook-jssdk'));</script> <div class="fb-post" data-href="https://www.facebook.com/media/set/?set=a.10154596681310165.1073741844.177526890164&type=1" data-width="466"><div class="fb-xfbml-parse-ignore"><a href="https://www.facebook.com/media/set/?set=a.10154596681310165.1073741844.177526890164&type=1">Post</a> by <a href="https://www.facebook.com/narendramodi">Narendra Modi</a>.</div></div>

English summary
PM Narendra Modi visits two famous temples in Kyoto despite busy schedule
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X