For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) দুর্গাপুজো স্পেশ্যাল : ষষ্ঠীতে দেবীদর্শন..

Google Oneindia Bengali News

আজ ষষ্ঠী। প্রথমেই সবাইকে শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে চাই। ষষ্ঠী মানেই পুজো শুরু পুরোদমে। পুলিশের দায়িত্ব বাইরে মন্ডপের বাই অগুনতি জনতার ভিড়। শুধু দেবী দর্শনই নয়, মণ্ডপের থিম, চাকচিক্যও মেপে দেওয়া দর্শনার্থীদের লক্ষ্য।

কিন্তু কলকাতায় এত পুজো মন্ডপ কোনটা ছেড়ে কোনটা দেখেবেন। সব চারদিনে সেরে ওঠা সম্ভবও হয় না। তাই শহরের বেশ কিছু নামি পুজো মণ্ডপের প্রতিমা আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য। ছবিতে দেখে নিন উত্তর ও দক্ষিণ কলকাতার বেশ কিছু পুজো মন্ডপ।

বাঙ্গুর অ্যাভেনিউ প্রতিরোধ বাহিনী

বাঙ্গুর অ্যাভেনিউ প্রতিরোধ বাহিনী

এবছর এই পুজোর থিম অরণ্যের ডাক। কংক্রিটের শহরে ক্রমেই মৃত্যু হচ্ছে সবুজের।তাই এই থিম। পাইপ দিয়ে তৈরি হয়েছে মন্ডপ। যশোহর রোড থেকে অল্প দূরে এ ব্লক পার্কে এই পুজোটি হয়।

বেহালা নতুন দল

বেহালা নতুন দল

এখানে মা রয়েছেন রুদ্র রূপে। বেহালায় ১৪ নম্বর বাসস্ট্যান্ডে গিয়ে সেখান থেকে রায় বাহাদুর রোড ধরে হাঁটলেই বেহালা নতুন দল।

সেলিমপুর পল্লী

সেলিমপুর পল্লী

পুজোর সাবেকিয়ানা ধরে রাখতে এবারে এই পুজোর থিম রাজস্থান। রাজস্থানের বিভিন্ন শিল্পই ফুটে উঠেছে মন্ডপে। বাসে গেলে যাদবপুর বা ঢাকুরিয়া বাসস্টপে নামতে হবে। এছাড়া গোলপার্ক থেকে যাদবপুরগামী বাসে বা অটোতে যেতে হবে।

লালাবাগান নবাঙ্কুর

লালাবাগান নবাঙ্কুর

মাটি, খড়, প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি হয়েছে মন্ডপ। দেবীর বেশভূষা মাটির। রাজা দীনেন্দ্র স্ট্রিট ধরে কিছুটা এগোলেই লালাবাগান।

মহম্মদআলি পার্ক

মহম্মদআলি পার্ক

মধ্য কলকাতার অত্যন্ত জনপ্রিয় পুজো। শ্যামবাজার থেকে এসপ্ল্যানেডগামী যে কোনও বাসে গেলে মহম্মদ আলি পার্ক স্টপে নামতে হবে।

সুরুচি সংঘ

সুরুচি সংঘ

দক্ষিণ কলকাতার আর এক জনপ্রিয় পুজো।

বেহালা বুড়ো শিবতলা

বেহালা বুড়ো শিবতলা

দক্ষিণ কলকাতার আর এক জনপ্রিয় পুজো।

বেলেঘাটা ৩৩ পল্লী

বেলেঘাটা ৩৩ পল্লী

এবছর বিভিন্ন ধরণের জানালা দিয়ে সেজেছে পুজো মন্ডপ। ফুলবাগান-বেলেঘাটা বাইপাস কানেক্টর থেকে অটো বা বাসে এলাহবাদ ব্যাঙ্ক স্টপে নামলেই এই পুজো।

টালা বারোয়ারি

টালা বারোয়ারি

এবারের থিম সুরের মায়াজাল। টালা পোস্ট অফিস ও টালা চক্র রেলের মাঢে পড়ে এই পুজো।

English summary
Durga Puja Special: some durga idol from Kolkata Puja Pandal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X