For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অঘোষিত ধর্মঘট ট্যাক্সিচালকদের, ফের জেরবার মানুষ

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কলকাতা
কলকাতা, ২৮ অগস্ট: ট্যাক্সিচালকদের অঘোষিত ধর্মঘটে ফের নাজেহাল হলেন সাধারণ মানুষ। এ দিন সকাল থেকেই কলকাতার রাস্তায় ট্যাক্সির দেখা মেলেনি। রাজ্য সরকার অতিরিক্ত বাস চালালেও তা প্রয়োজনের তুলনায় কম ছিল।

বেশ কিছুদিন ধরে ট্যাক্সিচালকদের সঙ্গে রাজ্য সরকারের টানাপোড়েন চলছে। পরিবহণ মন্ত্রী মদন মিত্র উদ্যোগ নিয়েও সমস্যা মেটাতে ব্যর্থ হয়েছেন। মূলত নো-রিফিউজাল ট্যাক্সি পথে নামার পর সমস্যার সূত্রপাত। নো-রিফিউজাল ট্যাক্সিও যাত্রী প্রত্যাখ্যান করায় কড়া ব্যবস্থা নেয় পুলিশ। মোটা টাকা জরিমানা আদায় করা হতে থাকে। এর জেরেই বেঁকে বসেন ট্যাক্সিচালকরা। বামেরা ট্যাক্সিচালকদের পিছনে দাঁড়ানোয় পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে।

বৃহস্পতিবার ট্যাক্সিচালকরা পরিবহণ ভবনের সামনে জমায়েত করে। পুলিশি 'বাড়াবাড়ি' রুখতে সরকারের হস্তক্ষেপ দাবি করে। আগামী দিনে আরও বড় আন্দোলনের হুমকি দেয় তারা।

ট্যাক্সিচালকদের অঘোষিত বনধের জেরে প্রবল সমস্যায় পড়েন মানুষ। হাওড়া, শিয়ালদহ ও কলকাতা স্টেশন ছাড়াও এয়ারপোর্ট থেকে গন্তব্যে পৌঁছতে বিস্তর সমস্যা হয়। এসি বাসগুলিতে পর্যন্ত ভিড়ে দমবন্ধ হওয়ার পরিস্থিতি হয়। মুষ্টিমেয় কয়েকজন চালক ট্যাক্সি বের করলেও আন্দোলনকারীদের হুমকিতে পিঠটান দিতে বাধ্য হন।

English summary
Kolkata taxi drivers go on strike again, people in trouble
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X