For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাপস পালের বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ কলকাতা হাই কোর্টের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

তাপস পাল
কলকাতা, ২৮ জুলাই: নদীয়ার নাকাশিপাড়ায় প্ররোচনামূলক ভাষণ দেওয়ার কারণে তৃণমূল কংগ্রেস সাংসদ তাপস পালের বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত এই আদেশ দিয়েছেন। নাকাশিপাড়া থানাকে ৭২ ঘণ্টায় এফআইআর রুজু করে মামলা শুরু করতে বলা হয়েছে। মামলা রুজু হলে তা হস্তান্তর করতে হবে সিআইডিকে।

নদীয়ার নাকাশিপাড়ায় চৌমুহা গ্রামে একটি দলীয় সভায় গত ১৪ জুন বিরোধীদের উদ্দেশে হুমকি দিয়েছিলেন তাপস পাল। বলেছিলেন, দলের ছেলেদের ঢুকিয়ে দেবেন বিরোধীদের ঘরে, তারা মেয়েদের ধর্ষণ করে চলে যাবে। সিপিএম, বিজেপি-র লোকেদের খুন করারও হুমকি দেন। এ নিয়ে নাকাশিপাড়া থানায় বিজেপির তরফে নালিশ করা হলেও পুলিশ এফআইআর করেনি। ঠুঁটো জগন্নাথ হয়ে বসে রয়েছে। তাই কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করেন জনৈক আইনজীবী। বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে মামলাটি চলছে। এ দিন বিকেলে শুনানি শেষে বিচারপতি সিআইডিকে এর তদন্তের নির্দেশ দেন। পয়লা সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমা হবে। সিআইডি ঠিকঠাক তদন্ত করছে কি না, তার ওপর নজর রাখবে কলকাতা হাই কোর্ট।

তাপস পাল ইস্যুতে শাসক দল তৃণমূল কংগ্রেস বিড়ম্বনায় পড়লেও মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত আড়াল করেছেন তাঁকে। দলের নেতারাও মুখে কুলুপ এঁটেছেন। রাজ্য, দেশ ছাড়িয়ে বিষয়টি চাউর হয়েছে বিদেশেও। ব্রিটেন, আমেরিকা, বাংলাদেশের সংবাদপত্রগুলি এই খবর ফলাও করে ছেপেছে। এমনকী, রাষ্ট্রসংঘেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। বিভিন্ন মানবাধিকার সংগঠন তাঁর মন্তব্যের নিন্দা করেছে। পরবর্তী সময়ে বিচারে যদি তিনি দোষী সাব্যস্ত হন, তা হলে নিশ্চিতভাবেই তাঁর রাজনীতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হবে।

English summary
Calcutta HC orders CID investigation against Tapas Pal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X