For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেবের 'ধর্ষণ' মন্তব্যের তদন্ত শুরু করল নির্বাচন কমিশন

Google Oneindia Bengali News

দেবের 'ধর্ষণ' মন্তব্যের তদন্ত শুরু করল নির্বাচন কমিশন
মেদিনীপুর, ২৮ মার্চ : ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করে আগেই খবরের শীর্ষে উঠে এসেছিলেন। এবার এবার সেই মন্তব্যের জন্যই নির্বাচন কমিশনের কড়া নজরে এলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। মঙ্গলবার উপ নির্বাচন কমিশনার বিনোদ জুৎসির কাছে দেবের মন্তব্য নিয়ে অভিযোগ জানান বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার তারই ভিত্তিতে দেবের বিতর্কিত মন্তব্যের বিস্তারিত বিবরণ চেয়ে পাঠাল নির্বাচন কমিশন।

জেলাশাসক গুলাম আলি আনসারি জানিয়েছেন, নির্বাচন কমিশনের অফিস থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারি ওরফে দেব ঠিক কি বলেছেন তা যাচাই করতে বলা হয়েছে আমাকে। এবং এই সংক্রান্ত একটি রিপোর্টও জমা করতে বলা হয়েছে। যে ট্যাবলয়েডে দেবের সাক্ষাৎকার ছাপা হয়েছিল, সেই ট্যাবলয়েডের কাছেও সাক্ষাৎকারের সিডি চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

সূত্রের খবর অনুযায়ী, নির্বাচন কমিশনের অফিস থেকে চিঠিটি পাওয়ার পরেই জেলাশাসক চন্দ্রকোণার ফিল্মসিটিতে এবিষয়ে দেবের বক্তব্য ভিডিওতে রেকর্ড করবেন বলে যান। রিপোর্টের সঙ্গে দেবের ভিডিও ফুটেজও নির্বাচন কমিশনের কাছে পাঠাতে চান গুলাম আলি আনসারি।

অভিযোগ প্রমাণিত হলে দেবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন

উল্লেখ্য, 'এবেলা' ট্যাবলয়েডে ২৪ মার্চ প্রকাশিত এক সাক্ষাৎকারে দেব বলেন, এতদিন শুধু অভিনয় ও দর্শক ছিল। এবার রাজনীতিও সঙ্গে এসেছে। ফলে সব মিলিয়েই চলতে হবে। কিন্তু সাংবাদিকদের নজর আরও বেড়ে যাওয়ায় তিনি রীতি মতো পাগল হয়ে যাচ্ছেন। তাঁর কথায় ৮০ শতাংশ মিডিয়ায় ঘাটালে চলে এসেছে। দেব ঘাটাল থেকে দাঁড়িয়েছে এটা হট টপিক হয়ে গিয়েছে। আর তাতেই দেবের মন্তব্য, 'ইটস জাস্ট লাইক বিইং রেপড ইয়ার। ইউ ক্যান সাউট অর ইউ ক্যান এনজয় (হাসি)। ব্যাস এর বেশি আর কী?'

যদিও পরে চাপের মুখে পড়ে টুইটারে ক্ষমা চান দেব। টুইট করে তিনি জানান, বলেন, আমি রাজনীতিতে নতুন। আমার হৃদয় পরিস্কার। কাউকে হেয় করে মন্তব্য করিনি। আমি মা-বোন, সমস্ত মহিলা ও ভাইদের সম্মান করি। কাউকে আঘাত করতে চাইনি। আন্তরিকভাবে দুঃখিত।

সূত্রের খবর অনুযায়ী, দেব ঠিক কী মন্তব্য করেছে এবং তার পিছনে তার যুক্তি কি সে বিষয়ে জানতে চেয়েছে কমিশন। দেবের উত্তরে কমিশন সন্তুষ্ট না হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে কমিশন। এমনকী অভিযোগ প্রমাণিত হলে মহিলাদের বিরুদ্ধে কটূক্তি করার জন্য এই অভিনেতার তিন বছরের জেল এবং জরিমানাও হতে পারে।

বিতর্কিত মন্তব্যের জেরে নির্বাচনের কমিশনের শাস্তির মুখে পড়তে পারেন অনুব্রত মণ্ডল, আনিসুর রহমানও।

English summary
EC begins probe on Dev 'rape' remark
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X