For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বসিরহাটে ফের ভোটগণনা করতে হবে, তৃণমূলের আবদার খারিজ ভোট কমিশনের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ভোট
কলকাতা, ১৬ সেপ্টেম্বর: বসিরহাট দক্ষিণ আসনে পরাজয়ের পর ওই কেন্দ্রে আবার পুনর্গণনার দাবি তুলেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু তা খারিজ করে দিয়ে নির্বাচন কমিশন জানিয়ে দিল, বিজেপির শমীক ভট্টাচার্যই জয়ী হয়েছেন।

আরও পড়ুন: ঘাসফুলের ভিড়ে পদ্ম ফুটিয়ে ইতিহাস গড়লেন শমীক

মঙ্গলবার সকালে যখন গণনা শুরু হয়, তখন প্রথম দিকে পরিস্থিতি ছিল তৃণমূলের পক্ষে দারুণভাবে অনুকূল। পঞ্চম রাউন্ডের গণনার শেষে ১৭ হাজার ভোটে 'লিড' নেন দলের প্রার্থী দীপেন্দু বিশ্বাস। তখন তৃণমূল শিবিরে খুশির হাওয়া। কিন্তু এর পরই ছবিটা বদলাতে থাকে। আরও ছ'রাউন্ড গণনার শেষে দেখা যায়, শমীকবাবু জিতেছেন। ১৫৮৬ ভোটে। কিন্তু তৃণমূল কংগ্রেস দাবি তোলে, আবার নতুন করে গণনা করতে হবে। এর জেরে সরকারিভাবে ফলাফল ঘোষণা করেননি রিটার্নিং অফিসার। তিনি কলকাতায় মুখ্য নির্বাচনী অফিসারের (সিইও) সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে বার্তা যায় দিল্লির নির্বাচন সদনে। কিন্তু নির্বাচন কমিশন জানায়, গণনা ঠিকই হয়েছে। খারিজ হয় তৃণমূলের দাবি। আর তার পরই সরকারিভাবে জয়ী ঘোষিত হন শমীক ভট্টাচার্য।

ওয়াকিবহাল মহলের মতে, বসিরহাট দক্ষিণ আসনটি ছিল শাসক দলের কাছে প্রেস্টিজ ইস্যু। তাই এখানে পরাজয় সহজে হজম করতে পারছিল না তারা। তাই পুনর্গণনার দাবি তুলেছিল। কিন্তু নির্বাচন কমিশন তা খারিজ করে দেওয়ায় তাদের কাছে আর কোনও উপায় রইল না।

বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন, "আমাদের জয় বানচাল করতে এ সব চক্রান্ত করেছিল তৃণমূল কংগ্রেস। হেরে গিয়েও ওদের শিক্ষা হয়নি।"

English summary
EC rejects TMC plea for recounting of votes in Basirhat South
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X