For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা ভোটের পর রাজ্যে বিজেপির সদস্য বেড়েছে প্রায় দু'লাখ

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বিজেপি
কলকাতা, ২১ জুন: এমনটা লোকসভা ভোটের আগে স্বপ্নেও ভাবেনি বিজেপি। গত ৩৫ দিনে অর্থাৎ ভোট মেটার পর থেকে আজ পর্যন্ত তাদের সদস্য সংখ্যা বাড়ল ১ লাখ ৯২ হাজার। চলতি বছর শেষ হওয়ার আগেই এই সংখ্যা ৫ লক্ষ ছাড়িয়ে যাবে বলে অনুমান।

২০১০ সালে রাজ্যে বিজেপি-র সদস্য ছিল ৯০ হাজার। দু'বছর পর অর্থাৎ ২০১২ সালে তা বেড়ে হয় ২ লক্ষ ৬৮ হাজার। ২০১৪ সালের ২০ জুন পর্যন্ত তাদের সদস্য হল ৪ লক্ষ ৮৬ হাজার। শুধু ৩৫ দিনেই ১ লক্ষ ৯২ হাজার মানুষ বিজেপি-র সদস্যপদ নিয়েছে।

সবচেয়ে বেশি লোক এসেছে বামফ্রন্ট ভেঙে। এ ছাড়া তৃণমূল কংগ্রেস ভেঙেও অনেকে এসেছে। দুই মেদিনীপুর, বর্ধমান, উত্তর ২৪ পরগনা জেলায় সবচেয়ে বেশি ভাঙন ধরেছে বামফ্রন্টে। আর মালদহ, কোচবিহার ও জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেস ভেঙে বেরিয়ে লোক ঢুকেছে বিজেপি-তে। ফলে রাজ্য নেতারা উল্লসিত।

বেনোজল ঠেকাতে কড়াকড়ি করছে বিজেপি। প্রথমে ২০ টাকা দিয়ে প্রাথমিক সদস্য পদ নিতে হচ্ছে। এ জন্য জেলা স্তরের কোনও নেতার অনুমোদন লাগছে। এর পর টানা দু'বছর কাজের খতিয়ান দেখে এবং ২০ দিন দলীয় কাজে বাইরে থাকলে মিলবে সক্রিয় সদস্য পদ। অন্য দল থেকে আসা লোকজন দল-বিরোধী কাজ করছে কি না, তা নজরে রাখা হচ্ছে।

এই বিপুল সংখ্যক সদস্যদের কাজে লাগিয়ে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে লড়াই দেওয়া যাবে বলে আশা করছেন বিজেপি নেতারা। তাঁদের অভিযোগ, মানুষের এই সমর্থন দেখে ভয় পেয়ে গিয়েছে শাসক দল। তাই তারা বিভিন্ন জায়গায় হামলা শানাচ্ছে। বিজেপি-তে যোগ দিলে 'দেখে নেওয়া হবে' বলে হুমকি দেওয়া হচ্ছে।

English summary
In less than two months, number of BJP members rises to almost 2 lakhs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X