For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কামদুনি কাণ্ডের এক বছর পূর্ণ হল আজ তবু বিচার মেলেনি, ভরসা এখন নরেন্দ্র মোদীই

Google Oneindia Bengali News

কামদুনি কাণ্ডের এক বছর কেটে গিয়েছে তবু বিচার মেলেনি, ভরসা এখন নরেন্দ্র মোদীই
কলকাতা, ৭ জুন : বছর ঘুরেছে। কিন্তু এখনও সেই একই অপেক্ষা চোখে স্পষ্ট। বিচার মেলেনি। তবু আশার সম্বলটুকু ছাড়তে নারাজ কামদুনি কাণ্ডের মৃতার পরিবার। পুলিশি নিরাপত্তা, এলাকার উন্নয় এমন হাজার গণ্ডা প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু কথা রাখেনি সরকার। এক বছরের আগের কামদুনি আর আজকের কামদুনির মধ্যে তফাৎ গড়ে দিয়েছে শুধু সময়টা। বাস্তব চিত্রটা সেই একবছর আগেই যেন থমকে রয়েছে।

আজ থেকে ঠিক একবছর আগে এই কামদুনির বুকে কলেজ ছাত্রীর নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনায় শিউরে উঠেছিল গোটা রাজ্য। উঠেছিল প্রতিবাদের ঝড়, আন্দোলনের লহর। রাজ্য সরকারের তরফে নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। সুবিচারের আশ্বাসও দেওয়া হয়েছিল কিন্তু তা মেলেনি। তবু আন্দোলনের পথ থেকে সরতে চান না কামদুনির সেই প্রতিবাদী মুখগুলো। রাজ্য সরকারের উপর থেকে আস্থা হারালেও নরেন্দ্র মোদীর কাছে যেতে পারলে তিনি যে কিছু করবেন তা নিয়ে আশাবাদী তারা।

রাজ্য বিজেপি মারফৎ মোদীজির সঙ্গে দেখা করার সময় চেয়ে চিঠি লিখেছে প্রতিবাদী মঞ্চ

কামদুনি আন্দোলনের অন্যতম মুখ মাস্টারমশাই তথা প্রদীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, বারাসতে নির্বাচনী প্রচারে এসে আমাদের কথা বলেছিলেন নরেন্দ্র মোদী, তাই মোদীজির কাছে অনেক আশা। রাজ্য বিজেপি মারফৎ ইতিমধ্যে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়ে একটি চিঠি পাঠিয়েছেন প্রদীপবাবু। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য নিজের পাশাপাশি কামদুনি প্রতিবাদী মঞ্চের আরও পাঁচ সদস্যের নাম পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

গত বছর ঠিক এই দিনেই কলেজ থেকে ফেরার পথে ২০ বছরের ওই মেয়েটিকে গণধর্ষণ করে খুন করা হয়েছিল। মূল অভিযুক্তকে গ্রামবাসীরাই পুলিশের হাতে তুলে দিয়েছিল। এই ঘটনায় আরও ৯ জনকে পরে গ্রেফতার করেছিল পুলিশ। বারাসত ফাস্ট ট্র্যাক আদালত থেকে সরিয়ে বাঁকশাল আদালতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এই ঘটনার সুবিচারের দাবি নিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেছিলেন প্রতিবাদী মঞ্চের সদস্যরা। কিন্তু কোনও লাভ হয়নি। কোনও দাবিই মেটানো হয়নি। গ্রামের মানুষ এখনও ভয়ে দিন কাটান বলে অভিযোগ তুললেন প্রতিবাদী মঞ্চের অন্যতম সদস্য মৌসুমি কয়াল।

এক বছর কেটে গেলেও কামদুনি কাণ্ডের আতঙ্ক এখনও চোখেমুখে স্পষ্ট গ্রামবাসীদের মুখে।

English summary
No faith in WB Govt, Kamduni crusaders seek appointment with Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X