For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ মহাষষ্ঠী, একদিন আগে থেকেই ছুটি শুরু সরকারি দফতরে

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

দুর্গা
কলকাতা, ৩০ সেপ্টেম্বর: আজ মহাষষ্ঠী। মহানগরী তো বটেই, সারা বাংলা পুজোর আনন্দে মাতোয়ারা। পঞ্চমীর রাতেই রেকর্ড ভিড় হয়েছে কলকাতার বিভিন্ন মণ্ডপে। ষষ্ঠীর ভিড় পঞ্চমীকে ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

সারা রাজ্যেই এখন ছুটির আবহ। অন্যান্যবার রাজ্য সরকারের দফতরগুলিতে সপ্তমী থেকে ছুটি শুরু হয়। কিন্তু এ বার মহানবমী আর বিজয়া দশমী একদিনে পড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষষ্ঠী থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে ষষ্ঠী অর্থাৎ ৩০ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হচ্ছে। সোমবার অর্থাৎ ৬ অক্টোবর ঈদ। ৭ অক্টোবর লক্ষ্মী পুজো। প্রথা অনুযায়ী, ৮ অক্টোবর থেকে সরকারি অফিস খোলার কথা। কিন্তু মহাষ্টমী আর গান্ধীজয়ন্তী একদিনে পড়ায় ৮ তারিখও ছুটি দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে টানা ন'দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা।

ব্যাঙ্কও বন্ধ থাকছে যথারীতি। তবে ব্যাঙ্কে এ বার দুর্গা পুজোর ছুটি তিনদিন। পয়লা, দোসরা ও তেসরা অক্টোবর। ৫ অক্টোবর রবিবার। ৬ অক্টোবর ঈদের ছুটি। আর ৭ অক্টোবর লক্ষ্মী পুজো হওয়ায় ওইদিনও ব্যাঙ্ক বন্ধ থাকবে। পুরোদস্তুর কাজ শুরু হবে সেই ৮ অক্টোবর। মাঝে অবশ্য ৪ অক্টোবর অর্থাৎ শনিবার ব্যাঙ্ক খুলবে। কিন্তু ওইদিন অর্ধদিবস। পাশাপাশি, ক'জন কর্মী আসবেন, তা নিয়েও সংশয় থাকছে। চিন্তাটা হল এটিএম নিয়ে। কারণ লম্বা ছুটির জেরে ব্যাঙ্কগুলির এটিএম 'ড্রাই' হওয়ার আশঙ্কা প্রবল।

কলকাতা পুলিশ সূত্রে খবর, পঞ্চমীর রাতেই যা ভিড় হয়েছে, তাতে প্রমাণ গুনছেন তাঁরা। কলেজ স্কোয়্যার, সন্তোষ মিত্র স্কোয়্যার, লেবুতলা পার্ক, কুমোরটুলি পার্ক, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, চেতলা অগ্রণী ইত্যাদি জায়গায় তো কাল সন্ধে ছ'টার পর থেকে তিলধারণের জায়গা ছিল না। পঞ্চমীতেই যদি এই হয়, বাকি চারদিন কী হবে, সেটা ভেবেই তটস্থ ট্রাফিক পুলিশ!

তবে ষষ্ঠীর দিন দুপুরে হঠাৎ বৃষ্টি নেমে যায় কলকাতায়। মাঝারি বৃষ্টি হয়েছে সংলগ্ন জেলাগুলিতেও। তাতে অবশ্য পুজোর আনন্দ মাটি হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

English summary
Today is Maha Shashthi, state govt announces advance leave this year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X