For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যৌনহেনস্থা-কাণ্ডে আরও বড় বিপাকে সাজিদ খান! কোন রাস্তায় হাঁটছে আইএফটিডিএ

গত সেপ্টেম্বর -অক্টোবর মাসে বলিউড জুড়ে যৌন হেনস্থার বিরুদ্ধে গর্জে ওঠেন একাধিক মহিলা।

  • |
Google Oneindia Bengali News

গত সেপ্টেম্বর -অক্টোবর মাসে বলিউড জুড়ে যৌন হেনস্থার বিরুদ্ধে গর্জে ওঠেন একাধিক মহিলা। অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে এই অভিযোগে ফের একবার তনুশ্রী দত্ত সরব হতেই বলিউডে একের পর এক ঘৃণ্য যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে আসে। 'মিটু মুভেমেন্ট'-এ সরব হয় গোটা বলিউড। সেই সময় যৌন হেনস্থার অভিযোগ ওঠে পরিচালক সাজিদ খানের বিরুদ্ধেও। সেই ঘটনায় এবার বড়সড় পদক্ষেপ নিল ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন (আইএপ টিডিএ)।

যৌনহেনস্থা-কাণ্ডে আরও বড় বিপাকে সাজিদ খান! কোন রাস্তায় হাঁটছে আইএফটিডিএ

এদিন , ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয় আগামী এক বছরের জন্য সাপেন্ড করা হচ্ছে পরিচালক সাজিদ খানকে । উল্লেখ্য, অভিনেত্রী শালিনী চোপড়া, সাংবাদিক করিশ্মা উপাধ্যায় সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই এই সিদ্ধন্ত নেয় আইএফটিডিএ। এর আগে সাজিকদে এই বিষয়ে একচটি নোটিস পাঠিয়ে তাঁর বক্তব্য জানতে চাওয়া হয়। তারপরই এই নামী পরিচালককে সাসপেনশনের কথা জানানো হয়েছে।

[আরও পডুন:কপিল শর্মার বিয়ে উপলক্ষ্যে সাজো সাজো রব পঞ্জাবে! দেখুন প্রিওয়েডিং অ্যালবাম][আরও পডুন:কপিল শর্মার বিয়ে উপলক্ষ্যে সাজো সাজো রব পঞ্জাবে! দেখুন প্রিওয়েডিং অ্যালবাম]

উল্লেখ্য, সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠতেই তাঁর পরিবারের তরফে দিদি ফারহা খান জানা, দোষ প্রমাণিত হলে তাঁরা কিছুতেই সাজিদের এই ঘৃণ্য ঘটনাকে সমর্থন করবেন না। তবে আইএফটিডিএ-র নয়া পদক্ষেপের পর সাজিদের পরিবারের তরফে এখনও কিছু জানানো হয়নি।

English summary
Filmmaker Sajid Khan, who was implicated in sexual harassment allegations in three separate #MeToo accounts by actresses Saloni Chopra and Rachel White and journalist Karishma Upadhyay, has been suspended by the Indian Film & Television Directors' Association for a year, reports news agency ANI.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X