For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্কারের লড়াইয়ে ভারতের বাজি হচ্ছে 'গলি বয়'

৯২ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের দৌড়ে ভারতীয় ছবির তালিকায় এবার জায়গা করে নিয়েছে রণবীর কাপুর- আলিয়া ভাট অভিনীত গলি বয়।

Google Oneindia Bengali News

৯২ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের দৌড়ে ভারতীয় ছবির তালিকায় এবার জায়গা করে নিয়েছে রণবীর কাপুর- আলিয়া ভাট অভিনীত গলি বয়। ভারতের তরফ থেকে গলি বয়কে অস্কারের জন্য মনোনীত করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করা হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত গুটি কয়েক ভারতীয় ছবিই অস্কার পেয়েছে।

অস্কারের লড়াইয়ে ভারতের বাজি হচ্ছে গলি বয়


বিশ্বের সবচেয়ে সম্মানিত এই পুরস্কারের দৌড়ে সামিল হওয়ার সুযোগও বড় বিষয় বলে মনে করেন পরিচালক থেকে অভিনেতা সকলেই। এর আগে আমির খানের লগান অস্কারের দৌড়ে সামিল হয়েছিলেন। কিন্তু সাফল্য পায়নি।

গলি বয় যদিও ভারতে সুপার হিট হয়েছে। বক্স অফিস কালেকশনও ভালো ছিল। গতবছর ভিলেজ রকস্টার নামে ছবি অস্কারে জন্য মনোনীত করা হয়েছিল। গত বছর অনেকগুলি ভাল ছবির মধ্যে এই অসমিয়া ছবিটিকেই বেছে নেওয়া হয়। অস্কারে যাওয়ার জন্য প্রতিযোগিতায় নেমেছিল রাজি, পদ্মাবত, হিচকি, অক্টোবর, লাভ সোনিয়া, মহান্তি, পীহু, কড়ভি হাওয়া, বায়োস্কোপওয়ালে, মান্টো, ১০২ নট আউট, প্যাডম্যান, ভায়ানকম, আজ্জি, ন্যুড, গলি গলিয়া সহ একাধিক ভালো ছবি।

এযাবত অ্যাকাডেমি পুরস্কারের ছবি বাছাইয়ের পর্বে শেষ রাউন্ড পর্যন্ত যেতে পেরেছে বলিউডের মাত্র কয়েকটি ছবি। ১৯৫৭ সালে মেহবুব খানের মাদার ইন্ডিয়া, ১৯৮৮ সালে মীরা নায়ারের সলাম বম্বে আর ২০০১ সালে আশুতোষ গোয়ারিকরের লগান।

English summary
Zoya Akhtar directorial Gully Boy is India’s official entry for the 92nd Academy Awards
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X