For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আধঘণ্টা ধরে মোদীর টুইট ঝড় ! ২০১৯ ভোটের আগে মাধুরী-হৃতিকদের কোন বার্তা প্রধানমন্ত্রীর

৩০ মিনিটের মাথায় একের পর এক টুইট ঝড়। টানা ১৬ টি টুইট নাগাড়ে করে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। টুইটে ট্যাগ করা রয়েছে হৃতিক রোশন থেকে মাধুরী দীক্ষিত, অনিল কাপুর, অজয় দেবগনদের ।

  • |
Google Oneindia Bengali News

৩০ মিনিটের মাথায় একের পর এক টুইট ঝড়। টানা ১৬ টি টুইট নাগাড়ে করে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। টুইটে ট্যাগ করা রয়েছে হৃতিক রোশন থেকে মাধুরী দীক্ষিত, অনিল কাপুর, অজয় দেবগনদের । কিন্তু ভোটের আগে বলিউডকে টুইট ঝড়ে কী বললেন প্রধানমন্ত্রী?

ভোট কর!

হ্যাশট্যাগ 'ভোট কর' এর আওতায় থেকে একাধিক টুইট এদিন করেন মোদী। যার মূল বক্তব্য হল ২০১৯ সালের ভোট উপলক্ষ্যে সকলেই যেন ভোটদানে এগিয়ে আসেন। এই বার্তা দিতেই এদিন টুইট ঝড় তোলেন মোদী।

অনুপম খের থেকে কবির বেদীকে ট্যাগ!

এদিন বলিউডের একাধিক তারকাকে ট্যাগ করতে দেখা যায় নরেন্দ্র মোদীকে। অভিনেতা অনুপম খের থেকে কবীর বেদী, বিশ্বখ্যাত পরিচালক শেখর কাপুরকেও ট্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি , সকল সেলেব মিলে যেন দেশবাসীকে ভোটদানে উৎসাহিত করেন।

হৃতিক ও মাধবনকে বার্তা

এদিন তারকা হৃতিক ও মাধবনবকে আরও বেশি করে ভোটের পক্ষে প্রচার চালাতে বলেন মোদী। যাতে আরও বেশি সংখ্যক মানু ষ ভোট দিতে যান।

অনিল-অজয়-মাধুরীকে বার্তা

'ধামাল' ফিল্মের তারাকা মাধুরী দীক্ষিত, অজয়দেবগন, অনিল কাপুরকে মোদী ফের একবার ভোট ময়দানে 'ধামাল' দেখাতে বলেন। ভোট দানের সপক্ষে আরও জনমত গড়েতোলার আহ্বান জানান মোদী।

মধুর ভান্ডারকর-রাজকুমারকে বার্তা

বলিউডের অন্যতম হার্টথ্রব রাজকুমার রাও সহ একাধিক তারকাকে ট্যাগ করে মোদী জানান, ভোটারদের মধ্যে যাতে সতর্কতা বাড়ে তার জন্য চেষ্টা করো হোক।

পরিণীতি-সিদ্ধার্থকে বার্তা

পরিণীতি চোপড়া ও সিদ্ধার্থ মালহোত্রা এবং একতা কাপুরটে ট্যাগ করেও একটি টুইট করেন মোদী।যার মূল বার্তা ছিল জনগণকে ভোটদানে উৎসাহী করে তোলা।

কার্তিক আরিয়ান ও কৃতীকে টুইট

'লুকা ছুপি ' অভিনেতা কার্তিক আরিয়ান ও কৃতী শ্যাননকেও এদিন ট্যাগ করেন প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদী।

English summary
PM Modi on a tweet spree again, posts 16 times in half-an-hour.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X