For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেবলীনাকে ফের তলব পুলিশের, হিরে ব্যবসায়ী খুনে রহস্যের জট খুলতে তৎপর পুলিশ

হিরে ব্যবসায়ী রাজেশ্বর উদানির হত্যাকাণ্ডে ফের একবার অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যকে তলব করেছে পুলিশ।

  • |
Google Oneindia Bengali News

হিরে ব্যবসায়ী রাজেশ্বর উদানির হত্যাকাণ্ডে ফের একবার অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যকে তলব করেছে পুলিশ। মুম্বইয়ের পান্তনগর পুলিশ স্টেশনে ফের একবার এই খুনের ঘটনার কিনারা করতে ডেকে পাঠানো হয় অভিনেত্রীকে। এর আগে গত ২৯ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যবসায়ী। এরপর গত শুক্রবার রাজেশ্বর উদানির মৃতদেহ উদ্ধার হয় পানভেল থেকে। তদন্তে নেমে একাধিক সূত্র হাতে আসে পুলিশের। ঘটনায় নাম উঠে আসে হিন্দি সিরিয়াল জগতের নামী অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের।

অভিনেত্রী দেবলীনাকে ফের তলব মুম্বই পুলিশের, হিরে ব্যবসায়ী খুনে জোরকদমে তদন্ত প্রক্রিয়া

অসমের মেয়ে দেবলীনা হিন্দি সিরিয়াল 'সাথ নিভায়ে সাথিয়া'-র গোপী বহুর ভূমিকায় ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। সিরিয়ালের এই অভিনেত্রীর সঙ্গে হিরে ব্যবসায়ী খুনের একমাত্র যোগসূত্র দেবলীনা বন্ধু সচিন পাওয়ার। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রীর আপ্ত সহায়ক সচিনের সঙ্গে যোগাযোগ ছিল ওই হিরে ব্যবসায়ীর। জানা যাচ্চে, হিরে ব্যবসায়ী রাজেস্বর উদানির থেকে টাকা ধার নিয়েছিলেন সচিন। সেই টাকা ফেরত দিতে বারবার সচিনকে চাপ দেন উদানি। এদিকে, সচিনের বান্ধবী দেবলীনা সম্পর্কেও খোঁজ খবর নিতে থাকেন ওই ব্যবসায়ী। এই সমস্ত ঘটনার জেরে সচিনের সঙ্গে রাজেশ্বর উদানির ঝামেলা চলছিল বলে পুলিশ সূত্রের দাবি। এদিকে , সচিন ছাড়াও মাহারাষ্ট্রের পুলিশ কর্মী দীনেশ পাওয়ারও এই খুনের ঘটনায় জড়িতে বলে জানা যায়। আর এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় দেবলীনাকে। প্রথম দফার পর পের জিজ্ঞাসাবাদের জন্য সোমবার ফের একবার তলব করা হয় ওই অভিনেত্রীকে।

পুলিশ সূত্রের খবর, খুনের ঘটনার দিন রাজেশ্বর উদানির সঙ্গে তাঁর গাড়িতে কোনও এক মহিলা ছিলেন বলে জানা যাচ্ছে। সেই মহিলা দেবলীনা নাকি অন্য কেউ তা নিয়ে রয়েছে ধন্দ্ব। একটি সূত্রের দাবি দেবলীনার সামনেই অপরাধমূলক ঘটনা ঘটে, অন্য একটি সূত্রের দাবি সেদিনের ঘটনাস্থলে ছিলেন কোনও বার ডান্সার। যদিও গোটা ঘটনা নিয়ে পুলিশি তদন্ত চলছে।

English summary
Devoleena Bhattacharjee for interrogation in businessman Rajeshwar Udani murder case.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X