For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঋতুপর্ণার পর আজ প্রসেনজিৎ ইডির দফতরে,গাড়ি থেকে নেমেই কী বললেন তারকা

বৃহস্পতিবার প্রায় সাত ঘণ্টারও বেশি সময় ধরে টানা জেরা করা হয় টলিউডের সুপারস্টার ঋতুপর্ণা সেনগুপ্তকে। ইডির দফতরে তাঁকে ডেকে পাঠিয়ে রোজভ্যালি মামলা সম্পর্কে জেরা করা হয়।

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার প্রায় সাত ঘণ্টারও বেশি সময় ধরে টানা জেরা করা হয় টলিউডের সুপারস্টার ঋতুপর্ণা সেনগুপ্তকে। ইডির দফতরে তাঁকে ডেকে পাঠিয়ে রোজভ্যালি মামলা সম্পর্কে জেরা করা হয়। আর তার ২৪ ঘণ্টা পরই ইডির দফতরে ঢোকেন টলিউড মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

ঋতুপর্ণার পর আজ প্রসেনজিৎ ইডির দফতরে,গাড়ি থেকে নেমেই কী বলেলন তারকা

এদিন , গাড়ি থেকে নেমেই প্রসেনজিৎকে বলতে শোনা যায়, 'এখন কিছু বলব না .. পরে..'। প্রসঙ্গত, রোজভ্যালি প্রোডাকশনের ছবি 'মনের মানুষ', ' হ্যাংওভার' ছবিতে অভিনয় করেন প্রসেনজিৎ। সেই ছবি ও, প্রসেনজিতের সংস্থার সঙ্গে রোজভ্য়ালির সংস্থার যোগাযোগ ও আর্থিক লেনদেন নিয়ে এদিন ইডির দফতরে টলিউড মেগাস্টারকে জিজ্ঞাসাবাদ করার কথা তদন্তকারী অফিসারদের।

এর আগে , টলিস্টার ঋতুপর্ণা সেনগুপ্তকে জেরা করে ইডি।টানা ৭ ঘণ্টারও বেশি সময়ে ইডির জেরার মুখে ঋতুপর্ণার সঙ্গে রোজভ্যালির সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়। প্রশ্ন করা হয় রোজভ্য়ালির টাকায় ঋতুপর্ণা আদৌ বিদেশে গিয়েছিলেন কি না! এমনই দাবি সূত্রের।

[আরও পড়ুন: ঋতুপর্ণাকে সাত ঘণ্টারও বেশি জেরা!ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন অভিনেত্রী ][আরও পড়ুন: ঋতুপর্ণাকে সাত ঘণ্টারও বেশি জেরা!ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন অভিনেত্রী ]

[আরও পড়ুন:হালিশহর পুরসভা নিয়ে এবার আদালতে কাউন্সিলররা ][আরও পড়ুন:হালিশহর পুরসভা নিয়ে এবার আদালতে কাউন্সিলররা ]

English summary
Prasenjit Chatterjee reaches ED office over chinfund case .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X