For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর বায়োপিক বিতর্কে জাভেদের পর মুখ খুলেই তোপ শাবানার!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক মুক্তির আগে থেকেই বিতর্কে। ছবিতে গীতিকার হিসাবে পোস্টারে নাম প্রকাশিত হয়েছে জাভেদ আখতারের। তবে স্বনামধন্য় এই গীতিকার ছবির গান রচনা করেননি।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক মুক্তির আগে থেকেই বিতর্কে। ছবিতে গীতিকার হিসাবে পোস্টারে নাম প্রকাশিত হয়েছে জাভেদ আখতারের। তবে স্বনামধন্য় এই গীতিকার ছবির গান রচনা করেননি। এই দাবি তুলে রীতিমত প্রতিবাদে সোচ্চান হন জাভেদ আখতার। এরপরই ঘটনা নিয়ে মুখ খোলেন তাঁর স্ত্রী শাবানা আজমি।

মোদীর বায়োপিক বিতর্কে জাভেদের পর মুখ খুললেন শাবানাও!

শাবানা আজমি ছবির নির্মাতাদের বিরুদ্ধে তোপ দেগে বলেন, এটা জেনে বুঝে করা হয়েছে। যাতে জনমানসে এই ধারণা ছড়িয়ে দেওয়া যায়, যে নরেন্দ্র মোদীর বায়োপিকে জাভেদ আখতার গান লিখছেন। পাশপাশি, ছবিতে ব্যবহৃত 'ঈশ্বর আল্লাহ তেরে জাহান মে' গানটি দীপা মেহতা পরিচালিত ছবি '১৯৪৭: আর্থ' এর গান। গোটা ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এদিন টুইট করেন শাবানা।

--

[আরও পড়ুন:মোদীর বায়োপিক বিতর্কে জাভেদের পর মুখ খুললেন শাবানাও! ][আরও পড়ুন:মোদীর বায়োপিক বিতর্কে জাভেদের পর মুখ খুললেন শাবানাও! ]

এর আগে, জাভেদ আখতার খুবই ক্ষুব্ধ ছিলেন মোদীর বায়োপিকে তাঁর নাম প্রকাশিত হওয়ায়। তিনি বলেন, 'আমি অবাক হয়ে গিয়েছি পোস্টারে আমার নাম দেখে।যেখানে আমি কোনও গানই লিখিনি।' গোটা ঘটনা নিয়ে রীতিমত তুঙ্গে বিতর্ক। ইতিমধ্যেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। আগামী ৫ এপ্রিল মুক্তি পাচ্ছে ছবি।

[আরও পড়ুন: কংগ্রেসে যোগ দেওয়ার ৪৮ ঘণ্টা পর স্বপ্নার বিজেপিতে যোগের ইঙ্গিত! জল্পনা তুঙ্গে][আরও পড়ুন: কংগ্রেসে যোগ দেওয়ার ৪৮ ঘণ্টা পর স্বপ্নার বিজেপিতে যোগের ইঙ্গিত! জল্পনা তুঙ্গে]

English summary
Veteran actor Shabana Azmi said the makers of the upcoming film PM Narendra Modi deliberately added her husband, lyricist Javed Akhtar's, in the credits to mislead the audience.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X