For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Kesari movie review: আফগানদের বিরুদ্ধে শিখ সৈনিকদের লড়াইয়ের ইতিহাস কিভাবে বলছে অক্ষয়ের ছবি

রুক্ষ মরুপ্রান্তরের এক যুদ্ধ। যেখানে ঘোড়া ছুটিয়ে ধেয়ে এসেছিল হাজার হাজার আফগান পাঠান যোদ্ধা। আর তাঁদের বিরুদ্ধে লড়াইয়ে যাবতীয় অস্ত্র ব্যর্থ হওয়ার পর , শেষ অস্ত্র হিসাবে দাঁড়িয়ে থাকে কেবল 'সাহস'।

  • |
Google Oneindia Bengali News

Rating:
2.5/5
Star Cast: অক্ষয় কুমার, পরিণীতি চোপড়া
Director: অনুরাগ সিং

রুক্ষ মরুপ্রান্তরের এক যুদ্ধ। যেখানে ঘোড়া ছুটিয়ে ধেয়ে এসেছিল হাজার হাজার আফগান পাঠান যোদ্ধা। আর তাঁদের বিরুদ্ধে লড়াইয়ে যাবতীয় অস্ত্র ব্যর্থ হওয়ার পর , শেষ অস্ত্র হিসাবে দাঁড়িয়ে থাকে কেবল 'সাহস'। এই অসামান্য সাহসিকতার কাহিনি ইতিহাসে 'সারাগারহির যুদ্ধ' নামে খ্যাত। বর্তমান পাকিস্তানের অন্তর্ভুক্ত খাইবার পাখতুনখোয়াতে ১৮৯৭ সালের এই লড়াইয়ের কাহিনিই তুলে ধরেছে 'কেশরী'।

চিত্রনাট্য

চিত্রনাট্য

গল্প শুরু হচ্ছে ব্রিটিশ ভারতের প্রেক্ষাপটে। যেখানে ব্রিটিশ পুলিশের অধিনস্ত হয়ে কাজ করেন হাবিলদার ইশার সিং (অক্ষয় কুমার)। তৎকালীন অবিভক্ত ভারতের পাখতুনখোয়াতে ৩৬ শিখ রেজিমেন্টের সদস্য তিনি। একবার এক মহিলার হত্যাকাণ্ড নিয়ে কাজের সূত্রেল কিছু আফিগান যুবকের সঙ্গে তাঁর বিবাদ হয়। বিবাদ কিছুতেই ভুলতে চায়নি আফগানরা। এরপর আফগান উপজাতির হঠাৎই এক রাতে ব্রিটিশ সেনারক বিরুদ্ধে যুদ্ধ ঘোষমা করে এলাকার সারাগারহির দূর্গ আক্রমণ করে। আর সেই আক্রামণ ঘিরেই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে।

অভিনয়

অভিনয়

আরও একবার দর্শকে চমক দিলেন অক্ষয় কুমার। তবে গোটা ছবিতে কেবলমাত্র অক্ষয়েক কাঁধকেই পোক্ত বলে মনে করা হচ্ছে! কারণ বলিউডের খিলাড়ি ছাড়া এই ছবিতে অভিনয়ের 'খেল' আর কেউ সেভাবে তুলে ধরতে পারেননি।

পরিচালনা

পরিচালনা

ছবি যতটা ধীর গতিতে শুরু হয়েছিল, শেষ ২০ মিনিট ততটাই চমকপ্রদ। তবে ইতিহাসের এমন এক অধ্যায়ের পর্দা উন্মোচন করে কাহিনিবিন্যাসের অনেক জায়গাতেই ফাঁক রেখে গিয়েছেন অনুরাগ সিং।

হোলিতে 'কেশরী'র রঙ!

হোলিতে 'কেশরী'র রঙ!

২০১৯ এর হোলিতে কেশরীর রঙ সেভাবে উজ্জ্বল হয়নি। তবে অক্ষয় কুমারের অভিনয় থেকে অ্যাকশন দেখতে হলে , এই ছবির বিকল্প কিছু হতে পারে না।

English summary
Kesari movie review: This Battle of Saragarhi film pins all its hopes on Akshay Kumar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X