For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এ সপ্তাহ ম্যাজিক সংখ্যার! তারিখের শুরু থেকে শেষ আর শেষ থেকে শুরু শুধু মিলিয়ে নিন

‘প্যালিনড্রোম’ সপ্তাহ চলছে বছরের। ২০১৯-এর সেপ্টেম্বর ১০ থেকে ১৯ তারিখ পর্যন্ত চলবে এই প্যালিড্রোম সপ্তাহ। শুরু থেকে শেষ আর শেষ থেকে শুরু একই।

  • |
Google Oneindia Bengali News

'প্যালিনড্রোম' সপ্তাহ চলছে বছরের। ২০১৯-এর সেপ্টেম্বর ১০ থেকে ১৯ তারিখ পর্যন্ত চলবে এই প্যালিড্রোম সপ্তাহ। শুরু থেকে শেষ আর শেষ থেকে শুরু একই। মাস, তারিখ ও সালের সমন্বয়ে বিরল এই কাণ্ড এবার ইংরেজি ক্যালেন্ডারে। ইংরেজিতে প্যালিনড্রোম আর বাংলায় উভমুখী শব্দের বহু ব্যবহার রয়েছে।

‘প্যালিনড্রোম’ সপ্তাহ! তারিখের শুরু থেকে শেষ আর শেষ থেকে শুরু শুধু মিলিয়ে নিন

এ এক আশ্চর্যের বিষয়! সোজা বা উল্টো যে দিক থেকেই পড়া হোক না কেন, শব্দ বা বাক্য একই থাকবে। তেমনই বর্তমান সপ্তাহের তারিখ লিখলেও উভমুখী বা প্যালিনড্রোম হবে। যেমন, আজকের তারিখ ৯.১৪.১৯। শুরু থেকেও যা, শেষ থেকেও তা। এই ধারা চলছে ১০ সেপ্টেম্বর থেকে চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।

শুধু এইখানে তারিখ লেখা হয়েছে, প্রথমে মাস, তারপর তারিখ, শেষে সাল- এই নিয়মে। সাধারণ তারিখ, মাস, সাল লেখা হয়ে থাকে। এক্ষেত্রে সেই ধারাবাহিকতা মেনে লিখলে প্যালিনড্রোম হবে না। প্যালিনড্রোম হবে মাস, তারিখ, সাল হিসেবে লিখলে। সেই মতোই ১০ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তারিখ লিখুন, নিজেই বুঝতে পারবেন কেমন উভমুখী বা প্যালিনড্রোম হচ্ছে।

‘প্যালিনড্রোম’ সপ্তাহ! তারিখের শুরু থেকে শেষ আর শেষ থেকে শুরু শুধু মিলিয়ে নিন

বাংলায় এমন শব্দ বহু রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, কনক, নন্দন, নবীন, নয়ন, মরম, মলম, মহিম,দরদ, জলজ, বাহবা, ইত্যাদি- আরও কত না রয়েছে এমন শব্দ। প্রতিটি শব্দই উভমুখী। সামনে ও পিছন থেকে উচ্চারণ হবে একই। এই ধরনের উভমুখী শব্দকে বলা হয় প্যালিনড্রোম। এই প্যালিনড্রোম এসেছে গ্রিক শব্দ প্যালিনড্রোমাস থেকে।

সমস্ত ভাষাতেই এই প্যালিনড্রোম শব্দ রয়েছে। বাংলাতেও তাই। শুধু শব্দ নয়, বাক্যও রয়েছে। দুটি শব্দ নিয়েও প্যালিনড্রোম হয়। যেমন সুবললাল বসু, সদানন দাস, রমাকান্ত কামার, হারান রাহা ইত্যাদি। আর এই উভমুখী শব্দ বা বাক্যের কতা বলতে গেলে বাংলা সাহিত্যে একজনের নাম অবশ্যই করতে হবে।

[ সিউড়িতে আক্রান্ত মৃত বিজেপি কর্মী স্বরূপ গড়াইয়ের বাবা, অভিযোগের তির তৃণমূলের দিকে][ সিউড়িতে আক্রান্ত মৃত বিজেপি কর্মী স্বরূপ গড়াইয়ের বাবা, অভিযোগের তির তৃণমূলের দিকে]

তিনি হলেন শরৎচন্দ্র পণ্ডিত দাদাঠাকুর। দাদাঠাকুর সম্পাদিত বিদূষক পত্রিকায় তিনি অনেক বাংলা প্যালিনড্রোম উপহার দিয়েছেন। যেমন- মার কথা থাক রমা, তাল বনে নেব লতা, থাক রবি কবির কথা, কেবল ভুল বকে, বিরহে রাধা নয়ন ধারা হেরবি, এমন আরও কত কী!

[ কাঁকিনাড়া স্টেশনে দুষ্কৃতী তাণ্ডব, বোমাবাজিতে মৃত ট্রেনযাত্রী][ কাঁকিনাড়া স্টেশনে দুষ্কৃতী তাণ্ডব, বোমাবাজিতে মৃত ট্রেনযাত্রী]

English summary
‘Palindrome’ week is running from September 10 to 19 in 2019. This is strange!
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X