For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বয়সের সঙ্গে সঙ্গে ওজন বাড়ছে কেন? কারণ অনুসন্ধান করলেন বিজ্ঞানীরা

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওজন বাড়ার প্রবণতা নতুন কোনও ঘটনা নয়। কেন এটা ঘটে তা নিয়ে বিজ্ঞানীদের গবেষণার শেষ নেই। দীর্ঘ গবেষণার পর অবশেষে কারণ বের করতে বেরেছেন তাঁরা।

Google Oneindia Bengali News

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওজন বাড়ার প্রবণতা নতুন কোনও ঘটনা নয়। কেন এটা ঘটে তা নিয়ে বিজ্ঞানীদের গবেষণার শেষ নেই। দীর্ঘ গবেষণার পর অবশেষে কারণ বের করতে বেরেছেন তাঁরা। সম্প্রতি সুইডেনের কারোলিিনস্কা ইনস্টিটিউডের গবেষকরা দাবি করেছেন বয়সের সঙ্গে শরীরে ফ্যাটের কোষ নিয়ন্ত্রণের ক্ষমতা কমে যায়। যার জেরেই মানুষের শরীর মোটা হতে শুরু করে।

বয়সের সঙ্গে সঙ্গে ওজন বাড়ছে কেন? কারণ অনুসন্ধান করলেন বিজ্ঞানীরা

ফ্যাট সেল বাড়তে থাকে শরীরে

বসয় বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ফ্যাটের কোষ নিয়ন্ত্রণ করার ক্ষমতা কমতে থাকে। সেকরণেই অল্প ফ্যাট জাতীয় খাবার খেলেই শরীরে ওজন অনেকটা বেড়ে যায়। একটু ক্যালোরি যুক্ত খাবারেই অনেকটা মেদ বেড়ে যায় শরীরে। গবেষকরা ৪১ জন মহিলার উপর গবেষণা চালিয়ে দেখেছেন, বারিয়াট্রিক অস্ত্রোপচারের পর তাঁদের শরীরে মেদ বাড়তে শুরু করে। কারণ অস্ত্রোপচারের পর তাঁদের শরীরে ফ্যাট সেল নিয়ন্ত্রণের ক্ষমতা কমে যায়। অন্যদিকে যাঁরা অস্ত্রোপচারের আগে মোটা ছিলেন তাঁরা আবার অস্ত্রোপচারের পর মেদ নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।

ফ্যাট কোষের কারণেই মেদ বাড়ে শরীরে

গবেষকরা জানিয়েছেন ফ্যাট টিসু বা কোষ থেকেই যে মেদ বাড়ে শরীরের সেটা অবশেষে বের করতে পেরেছেন তাঁরা। এর থেকে ওবেসিটির নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। কাজেই শুধু মাত্র খাবার নিয়ন্ত্রণ করেই যে মোটা হওয়ার প্রবণতা কমানো সম্ভব তা নয়। ওবেসিটি কমাতে গেলে আগে ফ্যাট কোষ নিয়ন্ত্রণ করতে হবে। তবে শরীরের ওজন নিয়ন্ত্রিত হবে।

জিমে গেলেই রোগা হওয়া যায় না

মোটা হলেই সকলে জিমে ছোটেন। কিন্তু আসলে জিমে গিয়ে যে রোগা হওয়ার প্রবণতা দীর্ঘস্থায়ী হয় না সেটা বুঝিয়ে দিয়েছেন গবেষকরা। এরজন নিয়মিত একটি রুটিন মেনে চলা প্রয়োজন। খাবারের নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে জিমের কসরত করতে হবে। তবেই ওজন নিয়ন্ত্রণে রাখা যাবে।

ক্যারোলিস্কা ইনস্টিটিউটের গবেষকদের দাবি, ওবেসিটি এবং ওবেসিটি সংক্রান্ত রোগ এখন বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছে। এই ওবেসিটির নিয়ন্ত্রণে সুপরিকল্পিত এবং সুনিয়ন্ত্রিত বিজ্ঞান সম্মত চিকি‌ৎসার প্রয়োজন।

[আরও পড়ুন: একলপ্তে ৩০টি সামারসল্ট দিয়ে নেটিজেনদের চমকে দিল কিশোর, দেখুন ভাইরাল ভিডিও][আরও পড়ুন: একলপ্তে ৩০টি সামারসল্ট দিয়ে নেটিজেনদের চমকে দিল কিশোর, দেখুন ভাইরাল ভিডিও]

[আরও পড়ুন: নদীর ওপর থেকে ছুঁড়ে ফেলা হল সদ্যোজাতকে, চাঞ্চল্য রায়গঞ্জে][আরও পড়ুন: নদীর ওপর থেকে ছুঁড়ে ফেলা হল সদ্যোজাতকে, চাঞ্চল্য রায়গঞ্জে]

English summary
Scientists have finally discovered why many people struggle to keep their weight in check
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X