For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই মুহূর্তের সেরা দশ খবর, যা নিয়ে চলছে জোর আলোচনা

সারাক্ষণই আমাদের চারপাশে ঘটে চলেছে নানা ঘটনা। আর সেই সব খবরের ঘনঘটা আমরা হাজির করছি আপনাদের সামনে। কী ঘটে চলেছ এই মুহূর্তে রাজ্য-রাজনীতে? লোকসভা নির্বাচনের লক্ষে রাজনৈতিক গতিপ্রকৃতি বদলাচ্ছে কেমন করে?

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

সারাক্ষণই আমাদের চারপাশে ঘটে চলেছে নানা ঘটনা। আর সেই সব খবরের ঘনঘটা আমরা হাজির করছি আপনাদের সামনে। কী ঘটে চলেছ এই মুহূর্তে রাজ্য-রাজনীতে? লোকসভা নির্বাচনের লক্ষে রাজনৈতিক গতিপ্রকৃতি বদলাচ্ছে কেমন করে? আরবিআই বনাম কেন্দ্র-র লড়াই-এ জয়ী কে?

এমনই সব খবরের ১০টি সেরা ঘটনা যা এই মুহূর্তে জেনে রাখা উচিত সংবাদপাঠকদের। আর তাই আমরা হাজির করেছি আপনাদের জন্য।

 পঞ্জাবে বিস্ফোরণে আইএসআই হাত!

পঞ্জাবে বিস্ফোরণে আইএসআই হাত!

পঞ্জাবে গ্রেনেড হামলায় ৩ জনের মৃত্যু এবং ২০ জনের আহত হওয়ার ঘটনায় অভিযোগের তির পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর দিকে। রবিবার অমৃতসরের রাজাসানসি গ্রামে প্রার্থনা চলাকালীন মোটর সাইকেলে যাওয়া দুই ব্যক্তি গ্রেনেড ছুঁড়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। দুই ব্যক্তির মুখ ঢাকা ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে যায় এনআইএ।

বিস্তারিত জানতে ক্লিক করুন-

পঞ্জাবে বিস্ফোরণে আইএসআই হাত! ঘটনাস্থলে এনআইএ পঞ্জাবে বিস্ফোরণে আইএসআই হাত! ঘটনাস্থলে এনআইএ

লোকসভায় ৩০০টি আসন নিশ্চিত বিজেপির!

লোকসভায় ৩০০টি আসন নিশ্চিত বিজেপির!

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল একটি সমীক্ষার ফলাফল প্রকাশ করেছেন যেখানে তিনি দাবি করেছেন আগামী লোকসভা ভোটে কেন্দ্রের প্রধান শাসক দল বিজেপি ২৯৭- থেকে ৩০৩টির মধ্যে আসনে জয়ী হবে। রেলমন্ত্রীর কথায়, এটা ফেলে দেওয়ার মতো সমীক্ষা নয়, কারণ এই একই সংস্থাকে দিয়ে তিনি ২০১৩ সালে সমীক্ষা করিয়েছিলেন এবং সেবারও ফলাফল মিলিয়ে দিয়েছিল সমীক্ষা।

লোকসভায় ৩০০টি আসন নিশ্চিত বিজেপির! সারা দেশে ফের গেরুয়া ঝড়ের ইঙ্গিত নতুন সমীক্ষায় লোকসভায় ৩০০টি আসন নিশ্চিত বিজেপির! সারা দেশে ফের গেরুয়া ঝড়ের ইঙ্গিত নতুন সমীক্ষায়

শুভেন্দুর তৃণমূলকে ধরাশায়ী করে বিপুল জয় বিজেপি-র

শুভেন্দুর তৃণমূলকে ধরাশায়ী করে বিপুল জয় বিজেপি-র

শুভেন্দু অধিকারীর গড়ে আগেই ভোট বাড়িয়েছিল বিজেপি। এবার টক্কর দিল শাসক দলের বিরুদ্ধে, শুধু টক্কর দিলই না তৃণমূলকে হারিয়েও ছাড়ল বিজেপি। লোকসভা ভোটের আগেই এই সাফল্যে উচ্ছ্বসিত বিজেপি। সমবায় নির্বাচনের সবক'টি আসনেই জয়ী হল বিজেপি।

শুভেন্দুর গড়ে হানা বিজেপির, তৃণমূলকে ধরাশায়ী করে বিপুল জয় গেরুয়া শিবিরের শুভেন্দুর গড়ে হানা বিজেপির, তৃণমূলকে ধরাশায়ী করে বিপুল জয় গেরুয়া শিবিরের

৭ বছরের বালকের হাত কামড়ে 'শিক্ষা' দিলেন গৃহশিক্ষক

৭ বছরের বালকের হাত কামড়ে 'শিক্ষা' দিলেন গৃহশিক্ষক

ছয় মিনিটের ভিডিওতে দেখা গিয়েছে, গৃহশিক্ষক বর্বরতার সঙ্গে বালকটিকে জুতো দিয়ে পেটাচ্ছেন, চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে, কান মুলে, হাত কামড়ে দিচ্ছেন। এখানেই শেষ নয়, গ্লাসের মতো কোনও বস্তু দিয়ে ও একটি চাবি দিয়ে শিশুর ওপরে নির্যাতন চালানো হয়েছে বলে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। উত্তর প্রদেশের আলিগড়ে এই ঘটনা।

৭ বছরের বালকের হাত কামড়ে 'শিক্ষা' দিলেন গৃহশিক্ষক, ভাইরাল হল ভিডিও৭ বছরের বালকের হাত কামড়ে 'শিক্ষা' দিলেন গৃহশিক্ষক, ভাইরাল হল ভিডিও

 প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প!

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প!

ফিজিতে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.৭। লাম্বাসায় রবিবার গভীর রাতে এই ভূমিকম্প হয় বলে জানা গিয়েছে।
ভূমি থেকে প্রায় ৫৩৩.৬ কিমি নিচে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল বলে জানা গিয়েছে। তবে সেরকম কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

বিস্তারিত জানতে ক্লিক করুন-

শক্তিশালী ভূমিকম্প! আতঙ্ক ছড়াল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জেশক্তিশালী ভূমিকম্প! আতঙ্ক ছড়াল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের রোগ ধরলেন পার্থ

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের রোগ ধরলেন পার্থ

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক চলছে। তা ঠেকানোর জন্য এবার দাওয়াই দিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, তৃণমূলের নেতারা পুরনোদের সেভাবে গুরুত্ব দিচ্ছেন না। তাই তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাচ্ছেন। ঝাড়গ্রামের একটি সভায় পার্থ চট্টোপাধ্যায় বলেন, কী করে বিজেপির লোক বাড়ছে? এ জন্য তিনি আঙুল তুললেন দলেরই নেতা-কর্মীদের দিকে।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক! এতদিনে রোগ ধরলেন পার্থ, দিলেন দাওয়াই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক! এতদিনে রোগ ধরলেন পার্থ, দিলেন দাওয়াই

কেন্দ্র-আরবিআই দ্বন্দ্ব কি থামবে! কোনপথে বেরোবে রফাসূত্র

কেন্দ্র-আরবিআই দ্বন্দ্ব কি থামবে! কোনপথে বেরোবে রফাসূত্র

রিজার্ভ ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ বোর্ড মিটিংয়ের দিকে তাকিয়ে রয়েছেন সকলে। মনে করা হচ্ছে কেন্দ্র এমন কোনও নিয়ম সামনে আনতে পারে যার ফলে কেন্দ্রীয় ব্যাঙ্কের ওপরে নজরদারি আরও জোরদার হয়। কেন্দ্র ও কেন্দ্রীয় ব্যাঙ্কের মধ্যে বেশ কিছুদিন ধরে সম্পর্কের অবনতি হয়েছে। এরই মধ্যে আরবিআই গভর্নর উর্জিত প্যাটেলের পদত্যাগের সম্ভাবনাও উঁকি মারছে। সবমিলিয়ে পরিস্থিতি বেশ উৎকণ্ঠার, সন্দেহ নেই।

কেন্দ্র-আরবিআই দ্বন্দ্ব কি থামবে! কোনপথে বেরোবে রফাসূত্র, তাকিয়ে গোটা দেশ কেন্দ্র-আরবিআই দ্বন্দ্ব কি থামবে! কোনপথে বেরোবে রফাসূত্র, তাকিয়ে গোটা দেশ

মোহনবাগানের পরের প্রতিপক্ষ রিয়াল কাশ্মীরের অবিশ্বাস্য উত্থানের কাহিনি

মোহনবাগানের পরের প্রতিপক্ষ রিয়াল কাশ্মীরের অবিশ্বাস্য উত্থানের কাহিনি

বারের আইলিগের প্রথম ডিভিশনে কাশ্মীরের এই দলটিকে নিয়ে কিন্তু বেশ সাড়া পড়ে গিয়েছে। এই ক্লাবের উত্তেজক ফুটবল যাত্রাটিও কিন্তু শুরু হয়েছিল এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে। ২০১৪ সালে ভয়াল বন্যায় কাশ্মীরে বহু পরিবার ক্ষতির মুখে পড়েছিল। এই অবস্থায় তাদের সাহায্যে এগিয়ে এসেছিলেন স্থানীয় ব্যবসায়ী সন্দীপ চাত্তু এবং স্থানীয় সংবাদপত্র 'কাশ্মীর মনিটর'-এর সম্পাদক শামীম মেরাজ। এটাই ছিল রিয়াল কাশ্মীরের জন্মের প্রথম ধাপ।

বিস্তারিত জানতে ক্লিক করুন
কারফিউ থেকে ফ্লাডলাইটে - মোহনবাগানের পরের প্রতিপক্ষ রিয়াল কাশ্মীরের অবিশ্বাস্য উত্থানের কাহিনি

মমতা হলেন ‘অন্ধ গান্ধারী’!

মমতা হলেন ‘অন্ধ গান্ধারী’!

ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন সদ্য প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তৃণমূলে সুপ্রিমোর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তুলে তিনি বলেন, দিদি নিজেই বলছেন সবই জানেন, তবু কিছু বলেন না কেন ভাইদের। মমতাকে উদ্দেশ্য করে অধীরের তোপ, আপনার দল আর প্রশাসন মিলে টাকা লুঠ করছে। আপনি দেখেও দেখছেন না।

মমতা হলেন ‘অন্ধ গান্ধারী'! মহাভারতের ‘মহীয়সী'র সঙ্গে কেন মুখ্যমন্ত্রীর তুলনা অধীরেরমমতা হলেন ‘অন্ধ গান্ধারী'! মহাভারতের ‘মহীয়সী'র সঙ্গে কেন মুখ্যমন্ত্রীর তুলনা অধীরের

ঘরে ফিরলেন দীপবীর

ঘরে ফিরলেন দীপবীর

ইটালি থেকে মুম্বই-এ ফিরেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বলিউডের নব দম্পতি-কে নিয়ে উচ্ছ্বাসের শেষ ছিল না মুম্বই বিমানবন্দরে। তাঁদের স্বাগত জানাতে সেখানে হাজির হয়েছিল দীপিকা ও রণবীরের তামাম ভক্তকূল। কিন্তু, ভক্তদের ভালবাসা আর শুভেচ্ছা জানানোর হিড়িক একটা সময় বিপাকে ফেলে দিচ্ছিল দীপবীরকে। আর সে সময় নববধূ-কে ভিড়ের হাত থেকে রক্ষা করতে যেন উদ্য়োগী হলেন স্বামী রণবীর। দু'হাত দিয়ে দীপিকা-কে বাহুডোরে বেঁধে নিয়ে তিনি আস্তে আস্তে গাড়িতে ওঠেন।

হাত-ভরা মেহেন্দি, ভালোবাসার চার-চোখে গভীর আবেগ, মুম্বই-ফিরেই মাতিয়ে দিলেন দীপবীরহাত-ভরা মেহেন্দি, ভালোবাসার চার-চোখে গভীর আবেগ, মুম্বই-ফিরেই মাতিয়ে দিলেন দীপবীর

English summary
Survey made by Piyush Goyel, the union minister is showing that BJP will get at least 300 seats in LS election. What are the others headlines? Watch 10 Best stories.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X