For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের কৃষক বিক্ষোভের মুখে মোদী সরকার, রাজধানীর পথে ১৫,০০০ কৃষক

ফের কৃষক বিক্ষোভ মাথাচারা দিল দেশে। মোদী-২ সরকারের বিরুদ্ধে কৃষিঋণ মকুবের পুরো টাকা না মেটানোর অভিযোগ করেছেন উত্তর প্রদেশের আখ চাষিরা।

Google Oneindia Bengali News

ফের কৃষক বিক্ষোভ মাথাচাড়া দিল দেশে। মোদী-২ সরকারের বিরুদ্ধে কৃষিঋণ মকুবের পুরো টাকা না মেটানোর অভিযোগ করেছেন উত্তর প্রদেশের আখ চাষিরা। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁরা রাজধানী অভিযান শুরু করেছেন। উত্তর প্রদেশের সাহারাণপুর থেকে শুরু হয়েছে মিছিল। প্রায় ১৫,০০০ কৃষকের অভিযান শনিবার দিল্লিতে পৌঁছনোর কথা। সেকারণে রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কৃষকদের রাজধানী অভিযান

কৃষকদের রাজধানী অভিযান

১৫,০০০ বিক্ষুব্ধ কৃষকদের অভিযান আজ রাজধানী দিল্লিতে পৌঁছনোর কথা। সেকারণে রাজধানী দিল্লির নিরাপত্তা জোরদার করা হয়েছে। কৃষকদের পথ অবরুদ্ধ করতে মরিয়া মোদী সরকার। উত্তর প্রদেশের আঁখ চাষীদের ঋণ মকুবের দাবিতে এই বিক্ষোভ মিছিল বলে জানা গিয়েছে। গত ১৭ সেপ্টেম্বর থেকে সহারানপপুর থেকে বিক্ষোব মিছিল শুরু করেছিল তারা। শুক্রবারেই বিক্ষোভকারীরা নয়ডায় পৌঁছে গিয়েছিল। আজ নয়ডা থেেক দিল্লি পৌঁছনোর কথা।

কৃষি ঋণ মকুবের দাবি

কৃষি ঋণ মকুবের দাবি

গত মোদী সরকারের জমানা থেকেই কৃষক বিক্ষোভ মাথাচারা দিয়েছে। কৃষিঋণ মকুমের দাবিচতে সোচ্চার হয়েছিল কৃষকরা। দক্ষিণ ভারত থেকে মহারাষ্ট্র হয়ে সেই বিক্ষোভ পৌঁছে গিয়েছিল উত্তর প্রদেশে। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে বিরোধীদের মূল অ্যাডেন্ডাই ছিল কৃষিঋণ মকুব। এই কৃষক আন্দোলনেই ভর করে মধ্য প্রদেশ এবং রাজস্থােন ক্ষমতা ফিরে পায় কংগ্রেস। মোদী-২ সরকার কৃষক কল্যাণে এক গুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করলেও আদতে কোনও লাভ হয়নি কৃষকদের। যার জেরেই নতুন করে কৃষিঋণ মকুবের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে।

কড়া নিরাপত্তার বলয়ে রাজধানী

কড়া নিরাপত্তার বলয়ে রাজধানী

উত্তর প্রদেশের সাহারানপুর থেকে রাজধানী চলো অভিযান শুরু করেছে ভারত কিষাণ ইউনিয়ন নামে এক কৃষক সংগঠন। একাধিক দািব রয়েছে তাঁদের। নদীর দূষণ বন্ধে কড়া পদক্ষেপ করতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ১৪ দিনের মধ্যে কৃষকদের বকেয়া অনুদানের টাকা দিতে হবে। চাষে জন্য বিনামূল্যে বিদ্যুত দিতে হবে। কৃষক বিমা প্রকল্পে কৃষক পরিবারকে অন্তর্ভুক্ত করতে হবে। স্বামী নাথন কমিশনের রিপোর্টের ভিত্তিতে সব কিছু কার্যকর করতে হবে। গোটা দেশে বিনামূল্যে শিক্ষা এবং ওষুধের ব্যবস্থা করতে হবে। এবং জমি অধিগ্রহন সংক্রান্ত বিষয়ে একবারেই যাতে সমস্যা মিটে যায় তার ব্যবস্থা করতে হবে।

এরকম একাধিক দাবি নিয়েই দুিল্লর কিষাণ ঘাটে জমায়েত করবে এই বিক্ষুব্ধ ১৫,০০০ কৃষক। তাদের নয়ডাতেই পথ আটকে দেওয়ার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজধানীর পুলিস প্রশাসন।

English summary
15,000 farmers are slated to enter the national capital Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X