For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চ্যালেঞ্জের মোকাবিলায় তৈরি ফৌজ, কার্গিল দিবসে বললেন সেনাপ্রধান

  • By Richa Bajpai
  • |
Google Oneindia Bengali News

কার্গিল
দ্রাস, ২৫ জুলাই: কার্গিল যুদ্ধের ১৫ বছর পূর্তি হল শুক্রবার। এই উপলক্ষে এ দিন দ্রাসে শহিদ সেনা জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন সেনাপ্রধান জেনারেল বিক্রম সিং। বললেন, ফৌজ যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলায় প্রস্তুত।

আগামী ৩১ জুলাই অবসর নিচ্ছেন জেনারেল বিক্রম সিং। তার আগে কার্গিলে শহিদদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করাটা নিঃসন্দেহে বড় পাওনা। তিনি নিজেও সে কথা স্বীকার করেন। তিনি ওয়ান ইন্ডিয়াকে বলেছেন, "৩১ তারিখ আমি অবসর নেব। তাই আগে সেই সিংহহৃদয় জওয়ানদের শ্রদ্ধা জানাতে পেরে ভালো লাগছে। কার্গিল যুদ্ধের পর আমাদের সেনাবাহিনীতে বিভিন্ন ক্ষেত্রেই পরিবর্তন হয়েছে। আমরা এখন আরও বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।"

তাঁর অভিযোগ, "কার্গিল যুদ্ধে হেরে গিয়েও পাকিস্তানের স্বভাব বদলায়নি। প্রায়ই আমাদের ভূখণ্ডে ওরা ঢোকার চেষ্টা করছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ওরা হামেশা গুলি ছুড়ছে। কিন্তু আমাদের সেনারা দিনরাত সজাগ। দেশকে বাঁচাতে ওরা সীমান্তে পাঁচিল হয়ে দাঁড়িয়ে আছে। সেনাপ্রধান হিসাবে আমি আপনাদের আশ্বস্ত করছি যে, ভারতীয় সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষায় পুরোপুরিভাবে প্রস্তুত।"

প্রসঙ্গত, ১৯৯৯ সালে কার্গিলে পাকিস্তানি হানাদারদের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর। মে মাস থেকে শুরু হওয়া যুদ্ধ শেষ হয়েছিল ২৫ জুলাই। তাই এই দিনটিকে বিজয় দিবস হিসাবে পালন করা হয় প্রতি বছর। সেনাবাহিনীর তরফে কার্গিল, দ্রাসে শহিদ স্মরণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেনাবাহিনীর লোক ছাড়াও আমন্ত্রণ জানানো হয় আমলা, মন্ত্রী, সাংবাদিকদের। এ বারও সেই নিয়মের কোনও ব্যতিক্রম হয়নি।

English summary
Army is ready to take challenges, General Bikram Singh tells Oneindia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X