For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের ঐতিহাসিক চন্দ্র অভিযানের সূচনা, শুভেচ্ছায় ভাসছে ইসরো

অবশেষে সফল হল চঁাদ অভিযান, অনিশ্চয়তার বাঁধা কাটিেয় নির্ধারিত সময়ে দুপুর ২.৪৫ মিিনটে সব আশঙ্কা ধোঁয়ায় উড়িয়ে চাঁদের পথে পাড়ি দিল চন্দ্রযান-২।অবশেষে সফল হল চঁাদ অভিযান, অনিশ্চয়তার বাঁধা কাটিেয় নির্ধারি

Google Oneindia Bengali News

অবশেষে সফল হল চাঁদ অভিযান, অনিশ্চয়তার বাঁধা কাটিেয় নির্ধারিত সময়ে দুপুর ২.৪৫ মিিনটে সব আশঙ্কা ধোঁয়ায় উড়িয়ে চাঁদের পথে পাড়ি দিল চন্দ্রযান-২। শ্রীহরিকোটার লঞ্চিং সেন্টার তখন করতালিতে ফেটে পড়ছে। সাফল্যের এই লড়াইয়ের সহকর্মীদের পাশে নিয়েই ইসরোর প্রধান কে শিবন বললেন ভারতের ঐতিহাসিক চন্দ্র অভিযানের সূচণা হল। বাঙালিরা এই আনন্দটা একটু বেশিই অনুভব করবেন, তার থেকেও বেশি গর্বিত হবেন। কারণ এই চন্দ্রঅভিযানের নেতৃত্বের দলে ছিলেন বাংলার ছেলে চন্দ্রকান্ত। হুগলির প্রত্যন্ত গ্রামের চাষি পরিবারের ছেলে সে। তাঁর জন্য বাঙালিরা আজ একটু বেশিই গর্বিত হবে।

ভারতের ঐতিহাসিক চন্দ্র অভিযানের সূচনা, শুভেচ্ছায় ভাসছে ইসরো

চন্দ্রযান-২য়ের এই সফল উ‌ৎক্ষেপণ নিজের দফতরে বসেই টেলিভিশনের পর্দায় দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চন্দ্রযান-২ যখন উড়ছে তখন উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে করতালি দিতে থাকেন মোদী। উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি, টুইট করে ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এই অভিযানের সঙ্গে সঙ্গে ভারত বিশ্বের চন্দ্রঅভিযানকারী দেশগুলির তালিকার চতুর্থস্থানে জায়গা করে নিল। সেটা একটা বড় আনন্দের খবর। তিনি জানিয়েছেন প্রথমবার ব্যর্থ হওয়ার পর ইসরোর বিজ্ঞানীরা যেভাবে দিনরাত এক করে কাজ করেছেন সেটা ভীষণ বড় ব্যপার। গোটা দেশ আজ গর্বিত।

টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। তিনি টুইটে ইসরোকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, '‌ইসরোর বিজ্ঞানীরা আজ যা করলেন তাতে মহাকাশ গবেষণায় এক নতুন অধ্যায়ের সূচণা হল। দেশবাসী আজ তাঁদের জন্য গর্বিত।'‌ সোশ্যাল মিডিয়ায ভরে গিয়েছে চন্দ্রযানে-২যের উৎক্ষেপনের সাফল্যের শুভেচ্ছা বার্তায়।

১৫ জুলাই প্রথমে অভিযান শুরু কথা থাকলেও ত্রুটি ধরা পড়ায় শেষ মুহূর্তে বাতিল করে দেওয়া হয় অভিযান। পরে কবে হবে অভিযান এই নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। প্রথমে অনেকেই দাবি করেছিলেন মাস ছয়েক সময় লেগে যেতে পারে। সেটা যে এতো তাড়াতাড়ি কাটিয়ে ওঠা সম্ভব হবে সেটা বুঝতে পারেননি কেউ। অবশেষে সব বাঁধা কাটিয়ে সফল হয়েছে উৎক্ষেপন। ১৫ অগস্টের মধ্যে চন্দ্রযান-২ পৌঁছে যাবে চাঁদের কক্ষ পথে। সব ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরে ৬ তারিখে মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে এটি। এই প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ভারতের কোনও যান।

[আরও পড়ুন:চাঁদে পাড়ি দিল চন্দ্রযান টু, সফল উৎক্ষেপণের পর মোদী দিলেন উৎসাহের বার্তা][আরও পড়ুন:চাঁদে পাড়ি দিল চন্দ্রযান টু, সফল উৎক্ষেপণের পর মোদী দিলেন উৎসাহের বার্তা]

English summary
Chandrayaan 2 launch successfully, Modi, Rajnath greets ISRO
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X