For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রী পদে দাবিদার অনেক! সমস্যায় ছত্তিশগড় কংগ্রেস

জিতলেও সমস্যার মুখে ছত্তিশগড় কংগ্রেস। রাজ্যে কমপক্ষে তিনজন নেতা মুখ্যমন্ত্রী পদের দাবিদার। যা নিয়েই সমস্যা তৈরি হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

জিতলেও সমস্যার মুখে ছত্তিশগড় কংগ্রেস। রাজ্যে কমপক্ষে তিনজন নেতা মুখ্যমন্ত্রী পদের দাবিদার। যা নিয়েই সমস্যা তৈরি হয়েছে।

মুখ্যমন্ত্রী পদে ৩ দাবিদার

মুখ্যমন্ত্রী পদে ৩ দাবিদার

ছত্তিশগড়ে ১৫ বছর পর ক্ষমতায় ফিরে সমস্যার সম্মুখীন হয়েছে কংগ্রেস। কংগ্রেসের হাতে রয়েছে কমপক্ষে তিনজন মুখ্যমন্ত্রীর পদের দাবিদার। তাঁরা হলেন, রাজ্য কংগ্রেস সভাপতি ভূপেশ বাঘেল, বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা টিএস সিং দেও এবং রাজ্য থেকে দলের একমাত্র সাংসদ তাম্রদ্ধাজ সাহু।

প্রত্যেক দাবিদারই শক্তিশালী। দলের অভ্যন্ত সূত্রে খবর, শেষ পর্যন্ত যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, তা দলের পক্ষে ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে
যথেষ্টই গুরুত্বপূর্ণ।

রাজ্য কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা পিএম পুনিয়া জানিয়েছেন, কংগ্রেসের পরম্পরা অনুযায়ী, নির্বাচিত জনপ্রতিনিধিরাই তাঁদের নেতাকে বেছে নেবেন।

ভূপেশ বাঘেল

ভূপেশ বাঘেল

রাজ্যে আক্রমণাত্মক প্রচারের জন্য অনেকেই রাজ্য কংগ্রেস সভাপতি ভূপেশ বাঘেলকে কৃতিত্ব দিচ্ছেন। দলকে একসঙ্গে করার জন্যও তাকে কৃতিত্ব দেওয়া হচ্ছে।
তিনিই দলের অজিত যোগীর অংশকে বের করে দিয়েছিলেন। কিন্তু নির্বাচন চলাকালীনও রাজ্য কংগ্রেসে অন্তর্দ্বন্দ্ব চলছিল বলে সূত্রের খবর। সেই ঘটনা বাঘেলকে পিছিয়ে দিতে পারে।

টিএস সিং দেও

টিএস সিং দেও

কংগ্রেসের ইস্তেহার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন টিএস সিং দেও। প্রচার এবং অর্থ জোগাড়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। তিনিও রাহুল গান্ধীর কাছের কলোক বলেই
পরিচিত।

সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিং দেও বলেছেন ছত্তিশগড়ে জয় কারও একার কৃতিত্ব নয়। সবাই এর জন্য কাজ করেছেন। ফলে সিদ্ধান্তও নেওয়া উচিত একসঙ্গে।

তাম্রধ্বাজ সাহু

তাম্রধ্বাজ সাহু

তৃতীয় হিসেবে দেখা হচ্ছে তাম্রধ্বাজ সাহুকে। ৬৮ বছরের সাহু ওবিসি সন্প্রদায় ভুক্ত। তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে ওবিসি শ্রেণী মানুষের কাছে
কংগ্রেস বার্তা দিতে পারবে বলে মনে করেছেন অনেকে। কৃষক পরিবারের এই সন্তান ধাপে ধাপে সংগঠনের ওপরে উঠেছেন। তিনি রাজ্যের তিনবারের বিধায়ক। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও বটে।
দুর্গ লোকসভার সদস্য এবার প্রার্থী হয়েছিলেন দুর্গ গ্রামীণ কেন্দ্র থেকে।

English summary
chhattisgarh congress has at least three chief ministerial candidates to pick from.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X