For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংখ্যাগরিষ্ঠতার থেকে আসন কম রাহুলের দলের! মধ্যপ্রদেশে সরকার গঠন নিয়ে ধোঁয়াশা

মধ্যপ্রদেশে কেউই সংখ্যা গরিষ্ঠতা পেল না। ২৩০ আসনের মধ্যপ্রদেশে কংগ্রেসের দখলে ১১৪ টি। আর বিজেপির ১০৯ টি। এসপি ১, বিএসপি ২ এবং নির্দলীয়রা ৪ টি আসনে জয়ী হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

মধ্যপ্রদেশে কেউই সংখ্যা গরিষ্ঠতা পেল না। ২৩০ আসনের মধ্যপ্রদেশে কংগ্রেসের দখলে ১১৪ টি। আর বিজেপির ১০৯ টি। এসপি ১, বিএসপি ২ এবং নির্দলীয়রা ৪ টি আসনে জয়ী হয়েছে।
ইতিমধ্যেই রাজ্যে সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছেন সেখানকার কংগ্রেস সভাপতি কমল নাথ। সরকার গঠন নিয়ে ধোঁয়াশা এখনও জারি রয়েছে।

গোবলয়ের বড় তিন রাজ্যের মধ্যে ছত্তিশগড় এবং রাজস্থানে জয়ী হয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশও কার্যত হাতছাড়া হওয়ার পথে। ২০১৯-এর সাধারণ নির্বাচনের আগে শাসক বিজেপি কাছে যা এক বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তেলেঙ্গানা এবং মিজোরামে কার্যত কোনও চিহ্নই নেই বিজেপির। দুই রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় টিআরএস এবং মিজো ন্যাশনাল ফ্রন্ট। নম্রতার সঙ্গে মানুষের রায় গ্রহণ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভোররাতে সাংবাদিক সম্মেলন

ভোররাতে সাংবাদিক সম্মেলন

বুধবার ভোর রাতে তখনই গণনা চলছে। ভোর ২.৪৫ নাগাদ কমলনাথ দাবি করেন, তারাই গরিষ্ঠতা পেয়েছেন। ফলে সরকার গঠনের দাবি জানান তিনি।

প্রধানমন্ত্রীর টুইট

প্রধানমন্ত্রী মোদী টুইটে বলেন, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের উন্নয়নে কাজ করেছে বিজেপি। মানুষ তাদের সুযোগ দিয়েছিলেন, তারা কাজ করেছিলেন।

রাজ্যপালের কাছে চিঠি

রাতে মধ্যপ্রদেশ কংগ্রেসের নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া টুইটে জানান, রাজ্যপাল আনন্দিবেন প্যাটেলের কাছে সরকার গঠনের দাবি জানিয়ে চিঠি তুলে দিয়েছেন কমলনাথ।
রাজ্যপাল জানিয়েছেন, নির্বাচন কমিশনের তরফে পরিস্থিতি সম্পর্কে জানার পরেই তিনি তার পদক্ষেপ নেবেন। অনুমান বুধবার কংগ্রেস ও বিজেপি উভয়দলই রাজ্যপালের সঙ্গে দেখা করবে।

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদের দাবিদার ছিলেন শিবরাজ সিং চৌহান। টার্গেট ছিল ২৩০-এর মধ্যে ১১৬ আসন। কিন্তু বিজেপি ১০৯টিতে গিয়ে আটকে যায়।

বুধবার ফের রাজ্যপালের কাছে

বুধবার ফের রাজ্যপালের কাছে

সূত্রের খবর অনুযায়ী, কংগ্রেস ফের বুধবার রাজ্যপালের কাছে যাচ্ছে। সরকার গড়ার জন্য সময় দেওয়ার দাবি জানিয়ে। লড়াই কাছাকাছি হলেও, অ্যাডভান্টেজ কংগ্রেসের।
অন্যদিকে নির্দল হিসেবে জয়ী ৪ জনের প্রায় সবাই প্রাক্তন কংগ্রেসী। ফলে ৪ জনকে দলে টানা সহজ হবে বলেই মনে করছে কংগ্রেস নেতৃত্ব। এই চার নির্দলীয় বুধবার বৈঠকে
বসতে চলেছেন বলে সূত্রের খবর। কীভাবে নতুন সরকারকে সমর্থন, তা তাঁরা ঠিক করে নিতে চান।

যদিও বিজেপিও সরকার গঠনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে। তবে সংখ্যার নিরিখে কাজটা তাদের পক্ষে কিছুটা কঠিন।

(প্রতীকী ছবি সৌজন্য টুইটার, পিটিআই)

English summary
Congress Misses Majority In Madhya Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X