For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুহূর্তে ভাইরাল কংগ্রেস নেতার ভিডিও-‘আমি প্রচার করলে ভোট কমে’! লুফে নেল বিজেপি

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী মন্দিরে পুজো দিয়ে জোর প্রচার শুরু করে দিয়েছেন মধ্যপ্রদেশে। এরই মধ্যে কংগ্রেসের প্রবীণ নেতা দিগ্বিজয় সিংয়ের একটি ভিডিও প্রকাশ হতেই অস্বস্তিতে পড়েছে কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

মধ্যপ্রদেশে ভোটকে পাখির চোখ করে এগোচ্ছে কংগ্রেস। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী মন্দিরে পুজো দিয়ে জোর প্রচার শুরু করে দিয়েছেন। এরই মধ্যে কংগ্রেসের প্রবীণ নেতা দিগ্বিজয় সিংয়ের একটি ভিডিও প্রকাশ হতেই অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। ভিডিওটি রেকর্ড করা হয়েছে ১৩ অক্টোবর। এদিন তা প্রকাশ্যে আসতেই বিজেপি তা লুফে নিয়েছে সঙ্গে সঙ্গে।

মুহূর্তে ভাইরাল কংগ্রেস নেতার ভিডিও-‘আমি প্রচার করলে ভোট কমে’! লুফে নেল বিজেপি

কী রয়েছে ভিডিও-তে? আসলে রাহুল গান্ধী চুটিয়ে প্রচার শুরু করে দিলেও এ রাজ্যে কংগ্রেসের প্রচারে একজনের অনুপস্থিতি বারেবারে পরিলক্ষিত হচ্ছে। তা নিয়ে যত প্রশ্ন। রাহুলের প্রচারে কেন দেখা যাচ্ছে না দিগ্বিজয় সিংয়ের মতো প্রবীণ নেতাকে। যখন মধ্যপ্রদেশের মতো রাজ্যকে পাখির চোখ করে এগোচ্ছে কংগ্রেস, তখন তাঁদেরই একজন হেভিওয়েট নেতা কেন প্রচারে নেই।

তিনি নিজেই খোলসা করেছেন সে কথা। দিগ্বিজয় সিংয়ের এক ভিডিও-য় প্রকাশ পেয়েছে তাঁর আক্ষেপের কথা। দিগ্বিজয় সিং বলছেন, আমার এখন একটাই কাজ। কোনও প্রচার নয়। কোনও বক্তব্য নয়। আমি বক্তব্য রাখলেই কংগ্রেসের ভোট কমে। তাই আমি প্রচারে যাই না। এই ভিডিও-তে দলীয় কর্মীদের প্রচারে ঝাঁপিয়ে পড়তেও পরামর্শ দিতে দেখা যায় দিগ্বিজয় সিংকে।

একইসঙ্গে তিনি বলেন, কাজ না করলে সরকার গড়ার স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে। ঠিকঠাক কাজ না করলে সরকারি তৈরি হবে না। আবার এই কথার পাশাপাশি তিনি বলেন, দল যদি শত্রুকেও টিকিট দেয় তাকে জেতানো উচিত। তবে ভিডিওটিতে বিক্ষিপ্তভাবে কিছু কথা আসায় স্পষ্ট হয়নি কী অভিযোগ বা আক্ষেপ রয়েছে দিগ্বিজয় সিংয়ের।

মুহূর্তে ভাইরাল কংগ্রেস নেতার ভিডিও-‘আমি প্রচার করলে ভোট কমে’! লুফে নেল বিজেপি

[আরও পড়ুন: 'আমি দেশদ্রোহী নই' -মুচলেকা মাস্ট, সঙ্গে চাই শংসাপত্রও! কড়া নিদান দিলেন মুখ্যমন্ত্রী][আরও পড়ুন: 'আমি দেশদ্রোহী নই' -মুচলেকা মাস্ট, সঙ্গে চাই শংসাপত্রও! কড়া নিদান দিলেন মুখ্যমন্ত্রী]

এদিকে এই ভিডিও প্রকাশ্য আসার পর ময়দানে নেমে পড়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, এসব আসলে আক্ষেপের সুর। আমরা তো আর তাঁকে কষ্ট দিইনি। কষ্ট দিয়েছে কংগ্রেস। তাঁর মতো নেতাকে যথাযত গুরুত্ব দেওয়া হয়নি। প্রদেশ কংগ্রেস সভাপতি কমলনাথ বলেন, কী প্রেক্ষিতে তিনি একথা বলেছেন, তা আমি জানি না। তাই মন্তব্য করতে চাই না।

[আরও পড়ুন: ক্ষমাপ্রার্থী রাহুল, কলকাতার পুজোয় দূত হয়ে এলেন খুরশিদ, শোনালেন সভাপতির বার্তা ][আরও পড়ুন: ক্ষমাপ্রার্থী রাহুল, কলকাতার পুজোয় দূত হয়ে এলেন খুরশিদ, শোনালেন সভাপতির বার্তা ]

আগামী মাসে মধ্যপ্রদেশে ভোট। তার আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী চাইছেন সমস্ত গোষ্ঠীকে এক করে বিজেপির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। প্রবীণ নেতা দিগ্বিজয় সিং থেকে শুরু করে রাজ্য সভাপতি কমলনাথ, তরুণ তুর্কি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াদের একজোট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু প্রকাশ্যে আসা ভিডিও প্রমাণ করছে আদতে গোষ্ঠীদ্বন্দ্ব কমেনি।

[আরও পড়ুন:জিএসটি চালুতে আখেরে লাভ হল কাদের, কীভাবেই বা লাভবান হলেন তারা, জেনে নিন ][আরও পড়ুন:জিএসটি চালুতে আখেরে লাভ হল কাদের, কীভাবেই বা লাভবান হলেন তারা, জেনে নিন ]

English summary
The Video of Congress leader Digvijay Singh is viral before Madhya Pradesh election. He says Congress’s vote is reduced if I do campaign,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X