For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওডিশায় ২৫ হাজার কোটির চিটফান্ড কেলেঙ্কারি, জাল বাংলাতেও

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

সারদা
কলকাতা ও ভুবনেশ্বর, ১৫ সেপ্টেম্বর: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বলছে, সারদা-কাণ্ডে আড়াই হাজার কোটি টাকা নয়ছয় হয়েছে। কিন্তু জানেন কি, এর দশ গুণ টাকা বাজার থেকে তোলার পর পাততাড়ি গুটিয়েছে একটি কোম্পানি? ২৫ হাজার কোটি টাকার এই কেলেঙ্কারি এখন দেশের বৃহত্তম আর্থিক কেলেঙ্কারির তকমা পেয়েছে!

বাংলা দৈনিক 'এই সময়' জানাচ্ছে, ২৫ হাজার কোটি টাকার ওই কেলেঙ্কারির আঁতুরঘর ওডিশা। আর সংশ্লিষ্ট কোম্পানিটির নাম হল গ্রিন রে ইন্টারন্যাশনাল লিমিটেড। ওডিশার শাসক দল বিজেডি-র কিছু রাঘববোয়ালের মদতে এই কেলেঙ্কারি শিকড় ছড়িয়েছে। দেশের ১৪টি রাজ্যে জাল বিছিয়েছে গ্রিন রে ইন্টারন্যাশনাল লিমিটেড। এই রাজ্যগুলি হল ওডিশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, গোয়া, কর্নাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, গুজরাত এবং মধ্যপ্রদেশ। শুধু ওডিশাতেই এদের ৪১টি শাখা রয়েছে। শুধু তাই নয়, দুবাইতেও এদের শাখা ছিল। দ্রুত টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেশের ১৪টি রাজ্য থেকে ২৫ হাজার কোটি টাকা তুলেছে তারা।

গ্রিন রে ইন্টারন্যাশনালের কর্তার খোঁজে সিবিআই, কেলেঙ্কারির জাল দেশের ১৪ রাজ্যে

পশ্চিমবঙ্গেও গ্রিন রে ইন্টারন্যাশনাল রমরমিয়ে ব্যবসা করেছে। কলকাতার খিদিরপুর, গার্ডেনরিচ ও মেটিয়াবুরুজ এবং পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলী, মুর্শিদাবাদ, মালদহ জেলা থেকে এরা তুলেছে কয়েক শো কোটি টাকা। সন্দেহ করা হচ্ছে, ওডিশার মতো পশ্চিমবঙ্গেও শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একাংশের মদতে ব্যবসা বাড়িয়েছিল গ্রিন রে ইন্টারন্যাশনাল।

২০১৩ সালের জুন মাসে ওডিশার জলেশ্বরে গ্রিন রে ইন্টারন্যাশনালের অফিসে হানা দিয়েছিল ওডিশা পুলিশের একটি দল। তার পর সেবি (সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া) তাদের নির্দেশ দেয়, আমানতকারীদের টাকা ফেরানোর ব্যাপারে। কিন্তু তারা গড়িমসি করতে শুরু করে। সুপ্রিম কোর্টের নির্দেশে চলতি বছরের মে মাসে পশ্চিমবঙ্গ, ওডিশা ও অসমে চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে তদন্ত শুরু করে সিবিআই। তদন্তে ক্রমশ উঠে এসেছে গ্রিন রে ইন্টারন্যাশনালের কীর্তিকলাপ! এই কোম্পানির এমডি মীর শহিরুদ্দিনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

গ্রিন রে ইন্টারন্যাশনালের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিবিআই রবিবারই গ্রেফতার করে 'কামিয়াব টিভি'-র সিএমডি মনোজ দাস এবং 'ওডিশা ভাস্কর' সংবাদপত্রের মালিক মধুসূদন মোহান্তিকে। খুব শীঘ্রই বিজেডি-র কিছু রাঘববোয়াল সিবিআইয়ের জালে ধরা পড়বেন বলে মনে করা হচ্ছে।

English summary
Financial scam of 25k crore unearthed in Odisha, CBI in full swing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X