For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা ভোটের মুখে বিজেপিতে বড় ভাঙন, দাদু-নাতির যোগদান কংগ্রেসে

হিমাচল প্রদেশের এআইসিসি ইনচার্জ রজনী পাতিল জানান, প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী সুখ রাম ও আশ্রয় শর্মা এদিন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন এবং কংগ্রেসে যোগ দেন।

Google Oneindia Bengali News

প্রাক্তন কেন্দ্রীয় টেলিযোগাযোগমন্ত্রী সুখ রাম ও তাঁর নাতি আশ্রয় শর্মা যোগ দিলেন কংগ্রেসে। হিমাচল প্রদেশের এআইসিসি ইনচার্জ রজনী পাতিল জানান, প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী সুখ রাম ও আশ্রয় শর্মা এদিন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন এবং কংগ্রেসে যোগ দেন। রাহুল গান্ধীর হাত থেকে পতাকা তুলে নেন তাঁরা। সংবাদ সম্মেলনে একটি আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।

বিজেপিতে ভাঙন ধরিয়ে দাদু-নাতির কংগ্রেসে যোগ, লোকসভা ভোটের মুখে শক্তিবৃদ্ধি

হিমাচল প্রদেশের জয় রাম ঠাকুরের নেতৃত্বাধীন বিজেপি সরকারের মন্ত্রী অনিল শর্মার ছেলে আশ্রয়। তিনি মান্দি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। এবার তিনি টিকিট পাননি। মান্দির সাংসদকেই পুনরায় টিকিট দিয়েছে বিজেপি।

[আরও পড়ুন:সিপিএমকেই সমর্থন জমি কমিটির, পাত্তা দিচ্ছেন না আরাবুল - ভাঙড়ের এবার কোন দিকে][আরও পড়ুন:সিপিএমকেই সমর্থন জমি কমিটির, পাত্তা দিচ্ছেন না আরাবুল - ভাঙড়ের এবার কোন দিকে]

বিজেপি বর্তমান সংসদ সদস্য রামস্বরূপ শর্মাকে মনোনীত করায় আশ্রয় বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নেন। আশ্রয়ের পরিবারের কংগ্রেস যোগ ছিলই। আশ্রয়ের বাবা বীরভদ্র সিংয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারেরও মন্ত্রিপরিষদে ছিলেন। গত বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। সেই নিরিখে আশ্রয়দের ঘর ওয়াপসি হল।

[আরও পড়ুন: তৃণমূলের ৪২-এ ৪২-এর মিশনকে সমর্থন, মোদী হটাতে রাজ্যে প্রার্থী দেবে না সপা ][আরও পড়ুন: তৃণমূলের ৪২-এ ৪২-এর মিশনকে সমর্থন, মোদী হটাতে রাজ্যে প্রার্থী দেবে না সপা ]

এখন দেখার ছেলে আশ্রয় শর্মা কংগ্রেসের টিকিট পেলে বিজেপির মন্ত্রী অনিল শর্মা কোন অবস্থান নেন। তিনি বিজেপির সঙ্গেই থাকেন, নাকি মান্ডিতে ছেলে প্রার্থী হলে কংগ্রেসের কামব্যাক করেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। উল্লেখ্য, মান্ডিতে কংগ্রেস আশ্রয়কে টিকিট দেবে কি না, তা বিবেচনা করা হবে ২৯ মার্চের বৈঠকে। মান্ডি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুরের নিজের জেলা। আশ্রয়ের দাদু সুখ রাম এই মান্ডি থেকে তিনবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন।

English summary
Former Union Minister Sukh Ram and his grandson Ashray rejoin in Congress. Congress increases the power before Lok Sabha Election 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X