For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আদবানীই একমাত্র ধোঁয়াশা কাটাতে পারবেন', গান্ধীনগরের প্রার্থীপদ নিয়ে কোন ইঙ্গিত উমা ভারতীর

গুজরাতের গান্ধীনগর সংসদীয় আসনে বিজেপির তরফে এই কয়েকবছর প্রার্থী হিসাবে লালকৃষ্ণ আদবানীকেই দেখেছে এদেশ।

  • |
Google Oneindia Bengali News

গুজরাতের গান্ধীনগর সংসদীয় আসনে বিজেপির তরফে এই কয়েকবছর প্রার্থী হিসাবে লালকৃষ্ণ আদবানীকেই দেখেছে এদেশ। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকায় নয়া চমক দিয়ে এই এলাকা থেকে লালকৃষ্ণ আদবানীর জায়গায় প্রার্থী করা হয়েছে বিজেপি সভাপতি অমিত শাহকে। এরপর থেকেই পদ্মশিবিরের অর্ন্তকলহ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে।

আদবানীই একমাত্র ধোঁয়াশা কাটাতে পারবেন, গান্ধীনগরের প্রার্থীপদ নিয়ে কোন ইঙ্গিত উমা ভারতীর

৯১ বছর বয়সী লালকৃষ্ণ আদবানীকে বিজেপি পোক্ত ঘাঁটি থেকে কেন সরিয়ে দেওয়া হল, বা তিনি নিজেই সরে গেলেন কিনা , তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এদিন বিষয়টি নিয়ে মুখ খুলতে গিয়ে বিজেপি নেত্রী উমা ভারতী বলেন,'এই বিষয়ে একমাত্র মন্তব্য করতে পারেন লালকৃষ্ণ আদবানী নিজেই।তিনিই এই ধোঁয়াশা কাটিয়ে তুলতে পারেন।' উল্লেখ্য, এবারং সংগঠনের দায়িত্ব দিয়ে বিজেপির প্রার্থী পদ থেকে বাদ রাখা হয়েছে মধ্যপ্রদেশের দাপুটে বিজেপি নেত্রী উমা ভারতীকে।

উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে গান্ধীনগর আসনে জয়লাভ করে চলেছেন লালকৃষ্ণ আদবানী। সেক্ষেত্রে তাঁর জায়গায় এইবার লোকসভা ভোটে অমিত শাহের প্রার্থীপদ নিয়ে রীতিমত আলোচনা চলছে। প্রশ্ন উঠছে পার্টিতে লালকৃষ্ণ আদবানির অবস্থান নিয়ে।

English summary
It is for Advani to clear the 'mist': BJP leader Uma Bharti.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X