For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭৫ শতাংশ 'কোটা' ইন্ডাস্ট্রিয়াল চাকরিতে! মুখ্যমন্ত্রীর ঘোষণার পর অন্ধ্রে কী ঘটতে চলেছে

শিল্পক্ষেত্রে চাকরিতে সংরক্ষণের ঘোষণা নিয়ে তোলপাড় অন্ধ্রপ্রদেশ। রাজ্যের মসনদ দখল করেই অন্ধ্রের নয়া মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি সাফ জানিয়ে দিয়েছেন

  • |
Google Oneindia Bengali News

শিল্পক্ষেত্রে চাকরিতে সংরক্ষণের ঘোষণা নিয়ে তোলপাড় অন্ধ্রপ্রদেশ। রাজ্যের মসনদ দখল করেই অন্ধ্রের নয়া মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি সাফ জানিয়ে দিয়েছেন , তিনি শিল্পক্ষেত্রের চাকরিতে ৭৫ শতাংশ সংরক্ষণের পক্ষে। আর সেই মর্মে কাজও শুরু হয়ে গিয়েছে তাঁর প্রশাসনের তরফে। এবার প্রশ্ন হল , কারা পেতে চলেছেন এই ৭৫ শতাংশ সংরক্ষণ অন্ধ্রপ্রদেশের বুকে?

৭৫ শতাংশ সংরক্ষণ শিল্পক্ষেত্রের চাকরিতে! মুখ্যমন্ত্রীর ঘোষণায় অন্ধ্রে কী ঘটতে চলেছে

অন্ধ্রপ্রদেশে বেকারত্ব কমাতে সে রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি ৭৫ শতাংশ সংরক্ষণ চালু করতে চলেছেন অন্ধ্রের স্থানীয় যুবক যুবতীদের জন্য। অন্ধ্র প্রদেশের যেকোনও শিল্পক্ষেত্রে যাতে সেখানেরই ভূমিপুত্র তথা স্থানীয়রা চাকরি পান, তার ব্যবস্থা করতেই এমন সিদ্ধান্ত সেরাজ্যের নব নির্বাচিত মুখ্যমন্ত্রীর। জগন মন্ত্রিসভায় এমন প্রস্তাব পাশ হলেও, স্থানীয় শিল্পক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে এই বিষয়ে সরকারের বৈঠক বাকি রয়েছে। জানা যাচ্ছে, এই মর্মে একটি বিল অন্ধ্র মন্ত্রিসভায় এই সপ্তাহেই পেশ হতে চলেছে।

আপাতত আগামী ৩ বছরের জন্য এই সংরক্ষম অন্ধ্রপ্রদেশে চালু করতে চাইছে জগন্মোহন রেড্ডির সরকার। আর তার প্রশাসনের দাবি, শিল্পক্ষেত্রের সমস্ত প্রতিনিধিরাই জগন সরকারের এই প্রস্তাবে রাজি হবেন।

English summary
Andra CM Jagan Mohan Reddy Proposes 75 percent quota for locals of Andhra Pradesh in Industrial Jobs.The government is likely to introduce the bill in the ongoing Assembly session this week.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X